Latest News

আগ্রায় গুলিতে আত্মঘাতী ২ সন্তানের মা, বাড়ির অন্য মেয়েদের নিরাপত্তা দিন, মোদীর উদ্দেশে নোট

দ্য ওয়াল ব্যুরো: বুকে গুলি করে আত্মঘাতী মহিলা। দুই সন্তানের মা তিনি। উত্তরপ্রদেশের আগ্রার বিদ্যাপুরম কলোনিতে নিজের বাড়িতে দেশী বন্দুকের বুলেটে নিজেকে শেষ করেছেন ৩০ বছরের মোনা দ্বিবেদী নামে ৩০ বছরের মহিলা। তার আগে একটি নোট রেখে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে- তিনি যাতে তাঁর পরিবারের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা নেন।
সংবাদ সংস্থার খবর, মোনা শুক্রবার রাত দশটা নাগাদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন, গুলি করে নিজেকে। গুলির শব্দে ছুটে আসেন বাড়ির অন্য মহিলারা। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন মোনা পড়ে আছেন। ঘরে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। তাঁকে নিয়ে হাসপাাতালে ছোটেন বাড়ির লোকজন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা জানান, তাঁকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। চরম পদক্ষেপ করার আগে মোানা পরিবারের সদস্যদের মোবাইলে তিন পৃষ্ঠার একটি নোট পাঠান, যা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মোনার অভিযোগ, পঙ্কজ ও অম্বুজ, দেওররাই তাঁকে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। প্রধানমন্ত্রী যেন বাড়ির অন্য মহিলাদের সুরক্ষার ব্যবস্থা নেন। আরও লেখা হয়েছে, অম্বুজ, পঙ্কজ শাসক দলের সঙ্গে যুক্ত। আমি গরিব ঘরের মেয়ে বলে আমায় মারধর করত। মা আমার ছোটবেলায়ই মারা যান। বাবা মাতাল। ওরা হুমকি দিত, কাউকে মারধরের কথা বলে দিলে মেরেই ফেলবে। ১৬ বছর বয়সেই তাঁর বিয়ে হয় বলে উল্লেখ করে মোনার অভিযোগ, শ্বশুরবাড়িতে নিয়মিত নির্যাতন হত তাঁর ওপর। পাছে স্বামী তাঁকে পরিত্যাগ করেন, এই ভয়ে তিনি সব মুখ বুজে মেনে নিতেন।
মহিলা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। শ্বশুরবাড়িতে কিছু সমস্যা ছিল, দেওররা তাঁকে ব্যঙ্গ-বিদ্রুপ করতেন বলেও পুলিশ জেনেছে।

 

You might also like