
দ্য ওয়াল ব্যুরো: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা শেয়ার কেলেঙ্কারির (adani enterprises rout row) অভিযোগে প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনে বৃহস্পতিবার অভুতর্পূর্ব বিরোধী ঐক্যের নজির তৈরি হয়েছে সংসদে। আজ শুক্রবারও ঐক্যের নজির গড়ে তুলতে উদ্যোগী হয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ঘরেই দু দফায় বসে ১৭ বিরোধী দলের বৈঠক।
আজ সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে ধর্ণায় বসবে বিরোধী সাংসদেরা। তার আগে খাড়্গের ঘরে ফের বৈঠকে বসবে দলগুলি। সেই বৈঠকে অবশ্য তৃণমূল উপস্থিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। বৃহস্পতিবারের বৈঠকে তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন উপস্থিত ছিলেন। আজকের বৈঠকের বিষয়ে তৃণমূলের এক বর্ষীয়ান নেতা বলেন, নতুন করে বৈঠকে আলোচনার কিছু নেই। যৌথ প্রতিবাদের বিষয়ে সব বিরোধী দল একমত হয়েছে। কংগ্রেসের লক্ষ্য যদি হয় এই সূত্রে বিরোধী শিবিরের মুখ হয়ে ওঠা তাহলে ভুল করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যা নেওয়ার নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অসমের মুখ্যমন্ত্রী কেন বললেন, ৭ দিনে হাজার লোককে গ্রেফতার করবে পুলিশ
এরই মধ্যে কংগ্রেস একক আন্দোলনের ডাক দিয়েছে দেশ জুড়ে। সোমবার দেশে আদানিদের অফিস, জীবন বিমা নিগম ও এলআইসি’র শাখার সামনে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তারা। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, কংগ্রেস চাইছে সংসদের ভিতরে ও বাইরে এই ইস্যুতে আন্দোলন গড়ে তুলতে।
কংগ্রেস সহ বিরোধী দলগুলি গতকালই দাবি জানিয়েছে সংসদের যৌথ কমিটি গড়ে আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হোক। কারণ আদানিরা বেসরকারি সংস্থা হলেও এই কেলেঙ্কারির কারণে বিপুল ক্ষতির মুখে পড়েছে এলআইসি এবং ব্যাংক। অন্যদিকে, বিদেশে দেশের সম্মান ভূলুণ্ঠিত হয়েছে।