Latest News

নাসিকে আচমকা দুর্ঘটনা! লাইনচ্যুত হয়ে গেল জয়নগর এক্সপ্রেসের ১১টি বগি

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নাসিকের কাছে বড়সড় রেল দুর্ঘটনা (Nashik Train Accident)। লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের ১১টি বগি। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর আসেনি। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে খবর।

নাসিকের কাছে রবিবার দুপুরে লহবিত ও দেবলালির মাঝামাঝি এলাকায় হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে লোকমায়া তিলক টার্মিনাস- জয়নগর অন্তোদয় এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় তখন দুপুর ৩টে ১০। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন ও অন্যান্য রেলকর্মীরা।

এই দুর্ঘটনার জেরে ওই রুটের বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে। কিছু ট্রেনের সময়ও বদল করেছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর কিছু হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। ছত্রপতি শিবাজি রেল টার্মিনাস- ৫৫৯৯৩, এমটিএনএল- ০২২২২৬৯৪০৪০। এছাড়া পাবলিক হেল্পলাইন নম্বর- ০২৫৩২৪৬৫৮১৬।

You might also like