Latest News

পুতিনের সঙ্গে মোদীর কথায় উঠল ‘আলোচনা’ প্রসঙ্গ, উদ্বেগ প্রকাশ ভারতীয় নাগরিকদের জন্য

দ্য ওয়াল ব্যুরো: খবর আগেই ছিল, সেই মতোই রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সৎ ও আন্তরিক আলোচনার মাধ্যমেই ন্যাটো ও রাশিয়ার দূরত্ব মেটানো সম্ভব’।

প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের কথা হয়েছে। পুতিন ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে মোদীকে জানান’। সেখানেই শান্তির কথা বলেন মোদী, বলে খবর।

সূত্রের খবর, দুই দেশ প্রধানের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে এদিন। তার মধ্যে উঠে এসেছে ভারত ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের কথাও। সেখানে এই সম্পর্ক আগের মতোই থাকবে বলে জানান পুতিন।

আরও পড়ুনঃ পুতিনের সঙ্গে কথা বলবেন মোদী! চলবে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা

পাশাপাশি, এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বলেও খবর। বিশেষত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়ার সংখ্যা কম নয়, তাঁদের দেশে ফেরানোর বিষয়ে বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে রাশিয়ার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। এর মধ্যেই রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ফেলেছে। সৈন্য এসে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা। মোদীকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সম্মানিত নেতাদের’ মধ্যে একজন হিসেবেও উল্লেখ করেন তিনি।

You might also like