Latest News

লালকেল্লা থেকে ফাইভ-জি-র স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: দেশে খুব তাড়াতাড়ি ফাইভ-জি নেটওয়ার্কের (5G Network) সূচনা হতে চলেছে। আজ, স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর ফলে ‘আত্মনির্ভর ভারত’-এর প্রক্রিয়া একটি নতুন দিশা পাবে বলে মনে করছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জানান, ফাইভ-জি মোবাইল সংযোগ তুলনায় ১০ গুণ দ্রুততার সঙ্গে পরিষেবা দেবে। প্রযুক্তিগতভাবে দেশ অনেক এগিয়ে যাবে। এখন কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রামে ডিজিটাল কাজের সুযোগ তৈরি করতে হবে।

ভাষণে তিনি বলেন, এখন আমরা ফাইভ জি যুগের দিকে পা রাখছি। বেশিদিন অপেক্ষা করতে হবে না। আমরা প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবার নিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস যে, ডিজিটাল ভারতের স্বপ্ন গ্রামের পর গ্রামে ছড়িয়ে যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গ্রামে ডিজিটাল পরিষেবা কেন্দ্রগুলি এগিয়ে যাচ্ছে। এতে আমি খুশি। দেশের গর্ব যে, ৪ লক্ষ ডিজিটাল উদ্যোক্তা গ্রামে রয়েছে এবং সেখানকার মানুষ তাদের কাছ থেকে পরিষেবা পাচ্ছেন।’

প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার এই মাসের শুরুতে মুকেশ আম্বানির জিও, সুনীল মিত্তলের ভারতী এয়ারটেল, গৌতম আদানির গ্রুপ এবং ভোডাফোন আইডিয়ার কাছে ১.৫ লক্ষ কোটি টাকায় ফাইভ জি টেলিকম স্পেকট্রাম বিক্রি করেছে।

মোদী বলেন, ‘নতুন পরিষেবায় কয়েক সেকেন্ডের মধ্যে একটি মোবাইল ডিভাইসে পূর্ণ-দৈর্ঘ্যের উচ্চ-মানের ভিডিও বা সিনেমা ডাউনলোড করার সুযোগ পাওয়া যাবে।’

ভারতী এয়ারটেল এই মাসেই ফাইভ জি পরিষেবা চালু করবে এবং ২০২৪ সালের মার্চের মধ্যে দেশের সমস্ত শহর এবং প্রধান গ্রামীণ এলাকাগুলিকে কভার করবে৷ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও শীর্ষ ১ হাজার শহর ফাইভ জি-তে মুড়ে ফেলার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে রিলয়েন্স ফিল্ড ট্রায়ালও শুরু করে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান জয় কিষাণ’ মন্ত্র দেশের জন্য একটি অনুপ্রেরণা। পরে অটল বিহারী বাজপেয়ীর ‘জয় বিজ্ঞান’। কিন্তু এখন অমৃতকালের জন্য আরও একটি প্রয়োজন এবং তা হল ‘জয় অনুসন্ধান’ (গবেষণা)। জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান। উদ্ভাবন। আমার তরুণ প্রজন্মের প্রতি আমার আস্থা আছে।’

প্রধানমন্ত্রীর মতে, ফাইভ-জি শুধু আধুনিকীকরণের লক্ষ্যেই নয়, দেশের সামগ্রিক শক্তি বৃদ্ধিরও ইঙ্গিত। তাঁর কথায়, ‘ডিজিটাল মাধ্যমে শিক্ষায় সম্পূর্ণ বিপ্লব আসতে চলেছে। ডিজিটাল মাধ্যম থেকে স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব আসতে চলেছে। একটি নতুন বিশ্ব তৈরি হচ্ছে। এটি প্রযুক্তির দশক।’

দেশের যুবকদের প্রধানমন্ত্রী মিশন হাইড্রোজেন থেকে বৈদ্যুতিক গাড়িতে সৌর শক্তি গ্রহণের মাধ্যমে জ্বালানি খাতে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান। বলেন, ‘শক্তির স্বাধীনতার জন্য আমাদের এই উদ্যোগগুলিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে।’

আরও পড়ুন: তুমিই বোমারু! স্বাধীনতা দিবসের আগে যুগলের রসিকতায় আতঙ্ক বিমানে! ৬ ঘণ্টা পর শুরু উড়ান

You might also like