Latest News

বাংলায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, সরব এবার মোদী

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একটু আগে হায়দরাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় বিজেপি কর্মীদের খুন (BJP Workers killed in Bengal) করা হচ্ছে। কিন্তু তাতেও আমাদের কর্মীদের দমানো যায়নি। তারা দলের পতাকা হাতে এগিয়ে চলেছেন।

প্রধানমন্ত্রী কেরল এবং তেলেঙ্গানা নিয়েও সরব হন। এই তিন রাজ্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই রাজ্যগুলিতে আমরা ক্ষমতায় নেই। কিন্তু আমাদের দলের অভিযান তাতে থেমে নেই। নেতা-কর্মীরা দারুন লড়াই করছেন।

প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার সময় সংবাদমাধ্যমের থাকার অনুমতি ছিল না। মোদীর ভাষণ শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বক্তব্যের নির্যাস জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গতকাল বাংলা নিয়ে সাংবাদিক বৈঠকে সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

প্রধানমন্ত্রী অতীতেও একাধিকবার পশ্চিমঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে সরব হন। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল জমানায় বিরোধীদের উপর রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা অতীতকে ছাপিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী এদিন তৃণমূল সরকার বা দলের নাম মুখে নিয়েছেন কি না, রবিশঙ্কর প্রসাদের বয়ান থেকে তা স্পষ্ট হয়নি। তবে পশ্চিমবঙ্গ যে এবারের জাতীয় কর্মসমিতির বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী চলতি পরিস্থিতিতে বাংলায় দলীয় নেতৃত্বের লড়াইয়ের প্রশংসা করেন। যা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের জন্য স্বস্তির সন্দেহ নেই। এখন দেখার প্রধানমন্ত্রীর কথার কী প্রতিক্রিয়া দেয় তৃণমূল। গতকাল হায়দরাবাদের অধিবেশন স্থলে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনিও বাংলায় সন্ত্রাস নিয়ে সরব হন।

প্রধানমন্ত্রী বলেন, এটা খুবই আনন্দের যে গোটা দেশেই বিজেপির শক্তি বেড়েছে। দলকে আরও প্রসারিত করতে প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের ‘স্নেহযাত্রা’ করার পরামর্শ দেন। এর উদ্দেশ্য হল, সমাজের সব সম্প্রদায়ের কাছে দলকে পৌঁছতে হবে সবাইকে কাছে টেনে নেওয়ার মনোভাব নিয়ে। রবিশঙ্কর প্রসাদ জানান, প্রধানমন্ত্রী ভাষণে অবিজেপি নানা দলের পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হয়েছেন।

যশবন্তকে স্বাগত জানাতে বিমানবন্দরে কেসিআর, ফের এড়ালেন মোদীকে

You might also like