
দ্য ওয়াল ব্যুরো: একাধিক বৈঠক ও কর্মসূচি নিয়ে জাপান সফরে (Japan tour) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবারই জাপানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কোয়াড সামিটে (Quad summit) যোগ দিতেই এই সফর মোদীর।
সোমবার ভোরেই জাপানের রাজধানী টোকিওতে পা রেখেছেন মোদী। ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জাপান হল কোয়াড অন্তর্ভুক্ত দেশ। তাদের রাষ্ট্র নেতাদের মধ্যে আলোচনার জন্যই এই সামিটের আয়োজন। ইন্দো প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হবে এই সামিটে। পাশাপাশি আছে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত আলাপচারিতা হতে পারে মোদীর। মোদীর মোট ২৩টি বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
জাপানে পা রেখে টুইট করেন মোদী। জানিয়েছেন, ‘টোকিও নামলাম। কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক সহ একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে।’ এই সামিটে অবশ্যই ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা হবে। এছাড়াও চিনের আগ্রাসন নীতি নিয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুতুব মিনার গড়েছিলেন রাজা বিক্রমাদিত্য! উস্কে উঠল নতুন বিতর্ক, খুঁড়ে দেখবে এএসআই