
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলে নারায়ণ দেবনাথ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল তাঁর। আজ, মঙ্গলবার সকালে মারা যান তিনি।
গত ২৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ফুসফুস এবং কিডনির সমস্যা বাড়ছিল তাঁর, রক্তে অক্সিজেনের মাত্রা কমছিল। রক্তচাপ ওঠানামা করছিল। অবস্থার আরও অবনতি হওয়ায় ১৬ জানুয়ারি তাঁকে বাইপ্যাপে এবং পরে ভেন্টিলেশনে দেওয়া হয়। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। আজ, মঙ্গলবার সকাল ১০টা ১৫ নাগাদ প্রয়াত হন তিনি।
নারায়ণ দেবনাথের জন্ম ১৯২৫ সালের ২৫ নভেম্বর, হাওড়ার শিবপুরে। ১৯৬২ সালে তিনি সৃষ্টি করেন কমিক চরিত্র ‘হাঁদাভোঁদা’। ১৯৬৫ সালে তাঁর অমর সৃষ্টি ‘বাঁটুল দ্য গ্রেট’ প্রথম প্রকাশিত হয়। এর পরে ১৯৬৯ সালে প্রকাশিত হয় ‘নন্টেফন্টে’। ১৯৮২ সালে আসে ‘বাহাদুর বেড়াল’। সব মিলিয়ে বাংলা কমিক্সের প্রাণপুরুষ হয়ে ওঠেন তিনি।
২০১৩ সালে তাঁকে সাহিত্য আকাদেমি পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। ২০২১ সালে পান পদ্মশ্রী। দিন চারেক আগেই অসুস্থ শিল্পীকে হাসপাতালে দেখতে যান স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায়। হাসপাতালের আইসিইউ কেবিনে গিয়েই পদ্মশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়। অসুস্থতার জন্য তিনি দিল্লি যেতে পারেননি। তাই হাসপাতালেই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়।
৯৭ বছরের নারায়ণ দেবনাথ অনেক দিন থেকেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আগেও একাধিক বার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। বেলভিউ ক্লিনিকে তাঁর চিকিৎসার জন্য গড়ে তোলা হয়েছিল মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড। তবে প্রবল চেষ্টার পরেও তাঁকে সুস্থ করে তুলতে পারলেন না চিকিৎসকরা। বিদায় নিলেন শিল্পী।