Latest News

নাওরেমের জোড়া গোলে ইস্টবেঙ্গল বিরতিতে এগিয়ে ২-১-এ

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলের গত ম্যাচগুলির রেকর্ড দেখলে জানা যাবে, ম্যাচে এগিয়ে থেকেও বহু ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল। খেলায় এগিয়ে থেকেও চলতি লিগে মোট ১১টি পয়েন্ট নষ্ট করেছে তারা। বুধবার এফসি গোয়ার বিপক্ষে কী হবে, তা নিয়ে আগ্রহ থাকবে।

খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে রয়েছে লাল হলুদ দল। দুটি গোলই করেছেন নাওরেম মহেশ। একটি খেলার ৯ মিনিটে, অন্যটি তিনি করেছেন বিরতির কিছু আগে। দুটি গোলই অনবদ্যভাবে শেষ করেছেন এই পাহাড়ী ফুটবলার। গোয়া দলের হয়ে আলবার্তো নগুয়েরা গোল করে ব্যবধান কমান।

নতুন কোচ মারিও রিভেরার প্রশিক্ষণে এদিনই প্রথম খেলতে নেমেছে লাল হলুদ দল। করোনার জন্য প্রস্তুতিতে সমস্যা থাকলেও দলের খেলায় সৃজনশীলতা দেখা গিয়েছে। স্প্যানিশ কোচ দলকে সাজিয়েছেন ৪-৩-৩ ছকে।

এখনও পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলই আইএসএলের একমাত্র দল, যারা এই মরশুমে একটিও ম্যাচ জিততে পারিনি। ১১ ম্যাচ খেলে কোনও ম্যাচ তারা জেতেনি। ৬টি ম্যাচ ড্র করেছে। ৫টি ম্যাচ হেরেছে।

৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার লাস্টবয় লাল-হলুদ ব্রিগেড। নতুন কোচ মারিয়ো রিভেরার অধীনে দল জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে।

অপরদিকে, এ বার আইএসএলের শুরুটা খুব ভাল করেনি এফসি গোয়াও। তারা লড়াইয়ে ফিরছে দ্বিতীয় অর্ধে। ১১ ম্যাচের মধ্যে তিনটিতে তারা জিতেছে, ৪টি ম্যাচ ড্র করেছে, চারটি হেরেছে। ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার ৯ নম্বরে।

You might also like