
দ্য ওয়াল ব্যুরো: বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পরিচালক নন্দিতা রায় (Nandita Roy)। সূত্রের খবর, এই দুর্ঘটনায় (Accident) হাতের কব্জি ভেঙে গেছে তাঁর। এমনকি শিরদাঁড়াতেও চোট পেয়েছেন তিনি। অস্ত্রোপচার করে কব্জির হাড় জোড়া লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, দিন কয়েক আগের ঘটনা এটি। চিকিৎসকের পরামর্শে এক্স রে করা হল ধরা পড়ে হাড় ভাঙার কথা। কিন্তু অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না। বর্তমানে হাতে প্লাস্টার লাগানো রয়েছে বেলাশুরুর পরিচালকের।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বেলাশুরু। এখনও হলে দাপিয়ে ব্যাটিং করছে এই সিনেমা। সেই ছবিরই স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য আহমেদাবাদে যাওয়ার কথা ছিল নন্দিতার। কিন্তু দুর্ঘটনার কারণে যাওয়া হয়নি।
সূত্রের খবর, এখন তিনি বাড়িতে রয়েছেন। চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। চলছে ফিজিওথেরাপি। আগামী ২৪ জুলাই কাটা হবে তাঁর হাতের প্লাস্টার।