
দ্য ওয়াল ব্যুরো: সদ্য তৈরি হওয়া বাড়ির ছাদে (roof) জল দিচ্ছিলেন। আচমকাই পা পিছলে যায়। আর তাতেই ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গলায় বিঁধে গেল লোহার রড। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হরিপুর এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির (Namkhana Businessman died)।
ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। মৃতের নাম দিলীপ জানা। তাঁর তাঁর ইমারতি দ্রব্যের ব্যবসা আছে বলে জানা গেছে। ব্যবসা বাড়ানোর জন্যই বাড়ির পাশে আরও একটি নতুন দোকান ঘর তৈরি করেছিলেন দিলীপবাবু। সদ্যই ছাদ ঢালাই হয়েছিল সেটির। নতুন তৈরি হওয়া ছাদে রবিবার বিকেলে ছেলেকে সঙ্গে করে জল দেবেন বলে উঠেছিলেন দিলীপবাবু। সেই সময় হঠাৎ করেই পা পিছলে যায় তাঁর। তাতেই ছাদ থেকে পড়ে যান তিনি।
নিচে পড়ার সময় একটি লোহার রড (iron rod) দিলীপ বাবুর গলা ফুঁড়ে বেরিয়ে যায়। বাড়ির লোকজন এবং স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ৪০ বছর বয়সি দিলীপ জানাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জাহাজের কন্টেনার দিয়ে তৈরি আস্ত স্টেডিয়াম, বিশ্বকাপের পর আবার খুলেও নেওয়া হবে