
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিপুল পরিমাণ টাকা (Cash) উদ্ধার করল নৈহাটি জিআরপি (Naihati GRP)। সারপ্রাইজ চেকিং চলাকালীন মঙ্গলবার আপ কল্যাণী লোকাল থেকে নৈহাটিতে নামে এক যুবক। তার কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করেছে জিআরপি।
জানা গিয়েছে ওই যুবকের নাম অভিষেক সোনকার। টিটাগড়ের বাসিন্দা এই যুবকের বয়স বছর পঁচিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই টাকা কার কাছ থেকে নিয়ে কোথায় যাচ্ছিল সেসব জানার চেষ্টা করছে জিআরপি।
এমনিতেই বাংলায় এখন টাকা উদ্ধার হলে একাধিক ছবি ভেসে ওঠে। সাম্প্রতিক সময়ে টাকার পাহাড় দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাটে। তারপর সেই অর্পিতারই বেলঘরিয়ার ক্লাব টাউনের ফ্ল্যাট থেকে আবার টাকার পাহাড় উদ্ধার হয়।
মানিকের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ, আদালতে জানাল ইডি
এই রেশ কাটতে না কাটতে গার্ডেন রিচের আমির খানের বাড়ির খাটের নীচ থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা। ফলে সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে তাতে নৈহাটিতে উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এল কথায় যাচ্ছিল সে বিষয়ে কৌতূহল তৈরি হয়েছে।
প্রসঙ্গত, এই টাকা উদ্ধার হওয়ার পরেও তা গোনার জন্য মেশিন আনা হয়। দেখা যায়, ৬০ লক্ষ টাকা রয়েছে যুবকের কাছে।