
দ্য ওয়াল ব্যুরো: স্বামী-স্ত্রী বিবাদের মর্মান্তিক পরিণতি। গায়ে আগুন (Fire) দিয়ে ঘুমন্ত স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী!
ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের (Nadia) বেতাই দক্ষিণ জিতপুর এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে ওই মহিলার। তাঁর নাম কাকলি সরকার। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মহিলার স্বামী কৃষ্ণ সরকার।
জানা গেছে, বুধবার রাত ১২টা নাগাদ দুই সন্তানকে অন্যত্র সরিয়ে ঘর বন্ধ করে দেন কাকলি। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘরে তখন কাকলির স্বামী ঘুমোচ্ছিলেন, তিনি এসব কিছুই জানতে পারেননি। জ্বলন্ত অবস্থাতেই জড়িয়ে স্বামীকে জড়িয়ে ধরেন কাকলি।
পরিবার সূত্রে খবর, কাকলি এবং কৃষ্ণর মধ্যে গত কয়েকদিন ধরেই ঝগড়াঝাঁটি চলছিল। তার জেরেই এমনটা ঘটিয়েছেন কাকলি। কৃষ্ণ সরকার আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দেহের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর। কাকলির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ৫০০ টাকা তুলতে গিয়ে এটিএম থেকে বেরোচ্ছে ২,৫০০! খবর পেয়েই ছুটলেন সকলে, তার পর…