Latest News

‘সত্যিই স্কুল খুলবে বুঝিনি, তাই সাফাই হয়নি’! নোংরা ক্লাসরুমে টিকতে না পেরে ফিরে গেল কচিকাঁচারা

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ গরমের ছুটির পর অবশেষে স্কুল খুলেছে পশ্চিমবঙ্গে। ফের কচিকাঁচাদের কলরবে ভরে উঠেছে ক্লাসরুম (School)। কিন্তু নদিয়ার শান্তিপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যে ছবি এদিন দেখা গেল তা দুর্ভাগ্যজনক। অপরিষ্কার স্কুলে ক্লাস করতে না পেরে এসেও ফিরে যেতে হল ছাত্রছাত্রীদের (Students)।

শান্তিপুর শহরের সূত্রাগড় অঞ্চলের কন্যা পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ে (Nadia) সোমবার অনেকদিন পর ব্যাগ-বই-খাতা নিয়ে এসেছিল খুদে পড়ুয়ারা। কিন্তু স্কুলে ক্লাস করার মতো পরিস্থিতিই ছিল না। নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ছিল চারদিকে। স্কুল কর্তৃপক্ষ স্কুল খোলার জন্য প্রস্তুতিই নেয়নি।

studnets

কেন এমন হল?

স্কুলের প্রধান শিক্ষিকা কিছু বলেননি। তাঁর অনুমতিক্রমে সহকারী শিক্ষক নির্মল সরকার জানিয়েছেন, এর আগেও স্কুল খোলার কথা বলা হয়েছিল। কিন্তু ফের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই এবার সত্যিই স্কুল খুলবে কিনা তা পরিষ্কার ছিল না কারও কাছে। সেই কারণেই স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হয়নি।

অভিযোগ, এদিন সকালে স্কুলে গিয়ে বাচ্চারা দেখে ক্লাসরুমে চারদিকে ছড়িয়ে রয়েছে ছেঁড়া কাগজের টুকরো। দীর্ঘদিনের অপরিষ্কারে পুরু ধুলোর আবরণ তৈরি হয়েছে। সবথেকে বড় কথা, বেঞ্চের উপরেই পশুপাখির মলমূত্র জমে ছিল বলে অভিযোগ, সেখানে ক্লাস করা তো দূরের কথা, দাঁড়ানোই যাচ্ছে না।

ক্লাস করতে এসেও তাই এদিন হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে পড়ুয়াদের। স্কুল কর্তৃপক্ষ এও জানিয়েছে, তাদের পর্যাপ্ত সাফাইকর্মী নেই। অপরিষ্কার ক্লাসরুমের অন্যতম কারণ সেটাও।

স্কুলেরই এক ছাত্রীর বাবা বলেন, বিদ্যালয় থেকে এখন আর শিক্ষা আশা করা যায় না। চাল-ডাল পাওয়া যায় কেবল।

এদিন অবশ্য স্কুল থেকে সব ছাত্রছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়নি। উপরে অন্য একটি ঘরে অর্ধেক ছাত্রছাত্রীকে বসানো হয়েছিল। আগামীকাল থেকে সকলেই ক্লাস করতে পারবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: মেয়ের জন্মদিনে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা! ছটফটিয়ে মৃত্যু

You might also like