
দ্য ওয়াল ব্যুরো: দুই মাওবাদীর সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। নদিয়ার (Nadia) চাকদহের কালীপুর এলাকায় এমনই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, এনআইএ-র পক্ষ থেকে দুই মাওবাদীর ছবি সম্বলিত এই পোস্টার ছাপা হয়েছে।
সেখানে লেখা হয়েছে, ওই মাওবাদীদের সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে। একইসঙ্গে ওই পোস্টারে লেখা হয়েছে এই দুজন সিপিআই(মাও) সংগঠনের সদস্য।
আরও পড়ুন: স্বাস্থ্য আধিকারিকের দফতরে দাঁড়িয়ে প্রতারণা! যুবককে ধরিয়ে দিল প্রতারিতরাই
একজনের নাম নির্মলা বিশ্বাস ওরফে নির্মলা দেবী। এছাড়াও সে সীমা বিশ্বাস, নিমু, স্বপ্না, টিনা নামেও পরিচিত। অপরজনের নাম আমিরউদ্দিন আহমেদ। তার আমির উদ্দিন নস্কর, সুনীল, রানা চৌধুরী, সূর্য নামেও সংগঠনে পরিচিতি আছে।
গত কয়েকমাস ধরে ঝাড়গ্রামে একাধিক মাওবাদী পোস্টার পড়েছিল, যা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধীরা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে মাওবাদীদের নামে ভুয়ো পোস্টার ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। এরমধ্যেই এবার নদিয়ার মাওবাদীদের ছবি দেওয়া পোস্টার এনআইএ-র তরফে ছাপানো হওয়ায় সরকারের উদ্বেগ বাড়ল বলেই মনে করা হচ্ছে।