
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানের চিনাকুরি গ্রামের বাঁশুরিয়া শঙ্কর বাউরির বাঁশির সুরে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। কোনও তালিম না নিয়েই মনের সুখে, ভালবেসে বাঁশি বাজান তিনি। তাঁর সেই বাঁশির সুরেই জেগে ওঠে পথ, ঘাট, পশুপাখি, গাছপালা আর কয়েকঘর মানুষ। আর এবার নদিয়াতেও দেখা মিলল এমনই এক বাঁশুরিয়ার। বাঁশিতে সুর তুলে সাইকেল চালিয়ে করোনা প্রতিরোধে প্রচার করতে দেখা গেল নদিয়ার স্কুল ছাত্র দেবজিৎ দাসকে।দীর্ঘ পথ দুই হাত ছেড়ে সাইকেল চালিয়ে বাঁশিতে সুর তুলেছে সে। গলায় প্ল্যাকার্ড ঝোলানো। তাতে লেখা, মাস্ক পরুন, সুস্থ থাকুন। বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাঁশির সুরে প্রচার করছে। করোনা প্রতিরোধে সকলে যাতে সরকারি নিয়ম মেনে চলে ও মাস্ক যাতে সকলে পরে, এমনই আর্জি তার।
দেখুন ভিডিও।
জোনপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া এই ছাত্রের নাম দেবজিৎ দাস। সে নদিয়ার গয়েশপুর খালপার এলাকার বাসিন্দা। তার স্বপ্ন পড়াশোনার পাশাপাশি সমাজের জন্য বাঁশির সুরের মধ্য দিয়ে সামাজিক সচেতনতা বাড়িয়ে তুলবে।করোনার হাত থেকে রক্ষা পেতে এক স্কুল ছাত্রের এই অভিনব প্রচারে মুগ্ধ গ্রামবাসীরা। তাঁরাও চাইছেন, এবার অন্তত মানুষ সচেতন হোক।