Latest News

Nadia: প্রেমিকের বাইক থেকে পড়ে মৃত্যু মাধ্যমিক ছাত্রীর! পরীক্ষা না দিয়েই ঘুরতে গিয়েছিল সে

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে (Nadia) পৌঁছেও পরীক্ষা না দিয়েই বেরিয়ে গেছিল সে। হাতে সময় আছে দেখে প্রেমিকের বাইকে করে ঘুরতে গিয়েছিল। ভেবেছিল পরীক্ষা শুরু হওয়ার আগেই ফিরে আসবে কেন্দ্রে। কিন্তু আর ফেরা হল না। দুর্ঘটনায় প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর।

ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার মুরাগাছা এলাকায়। জানা গেছে, ববিতা খাতুন নামে ওই পরীক্ষার্থীর সিট পড়েছিল বেথুয়াডহরি জেসিএম হাইস্কুলে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর বেশ খানিকটা আগেই পৌঁছে যায় সে। হাতে সময় আছে দেখে প্রেমিক আনোয়ার শেখের বাইকে চেপে ঘুরে আসার সিদ্ধান্ত নেয়।

যেমন ভাবা তেমন কাজ, পরীক্ষা না দিয়েই বেরিয়ে পড়ে মাঝপথেই দুর্ঘটনার মুখে পড়ে আনোয়ারে বাইক। সাইকেলের সঙ্গে বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ববিতা। পথের ধারে ডিভাইডারে লেগে মাথায় গুরুতর চোট পায় সে। তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, আনোয়ার আর ববিতা দুজনেই ধুবুলিয়া থানা এলাকার পাঠপুকুরের বাসিন্দা। আনোয়ারের কথায়, দু’বছর ধরে তারা প্রেম করছে। দুর্ঘটনার খবর ববিতার বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।

ইতিহাস পরীক্ষায় প্রসব যন্ত্রণা! সদ্যোজাত কোলেই জীবন বিজ্ঞান দিলেন মাধ্যমিক ছাত্রী

You might also like