
রফিকুল জামাদার
রাজ্য সরকারের আর্থিক অবস্থা যে ভাল নয় সেকথা প্রায়ই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ হেন পরিস্থিতিতে নতুন কাজ তো পরের কথা, চালু প্রকল্প চালিয়ে যেতেই সমস্যা হচ্ছে সরকারের। পরিস্থিতি খানিকটা সামাল দিতে এবার নতুন সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)।
রাজ্য সচিবালয় সূত্রে খবর, বাংলায় বন্ধ কারখানার জমি থেকে শুরু করে দীর্ঘদিন পড়ে থাকা অব্যবহৃত সরকারি জমি বিক্রি করবে নবান্ন। সরকারি জমি চলে যাবে সম্পূর্ণ বেসরকারি মালিকানায়। নবান্নের এক আমলার কথায়, ঢালাও জমি বিক্রি করা হবে না। শর্ত দিয়েই জমি বিক্রির পথে হাঁটবে নবান্ন। সূত্রের খবর, যে যে শর্ত রাখা হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ওইসব বিক্রি করা হবে রিয়েল এস্টেটের জন্য। অর্থাৎ জমি কিনে সেখানে অন্য কাজ করা যাবে না।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগের গোটাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ দফতরের প্রধান উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র মস্তিষ্ক প্রসূত। অমিতবাবুই নাকি মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে প্রথম কথা পেড়েছিলেন। তাতে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রীও।
অমিত মিত্রর এই ভাবনাকে বাস্তবায়িত করতে চায় নবান্ন। অর্থাৎ ভাবনা অমিতবাবুর হলেও, তাকে সরকার গ্রহণ করে নিয়েছে। ফলে বাস্তবায়িত করার দায়িত্ব পালন করছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অর্থ সচিব মনোজ পন্থ।
বন্ধ কারখানার জমি বা অব্যবহৃত সরকারি জমি রিয়েল এস্টেটকে দিয়ে দেওয়া বাংলায় এই প্রথম নয়। বাম আমলেই তার গোড়াপত্তন হয়েছিল। হাওড়া ও হুগলিতে বহু জায়গায় বন্ধ কারখানার জমি রিয়েল এস্টেট সংস্থাকে তুলে দেওয়া হয়েছিল। হিন্দমোটর কারখানা সংলগ্ন জমিতেই এখন বহুতল নির্মীয়মান। শুধু তা নয় পরবর্তী কালে কলকাতায় ট্রাম কোম্পানির জমিও বেসরকারি সংস্থাকে আবাসন নির্মাণের জন্য বিক্রি করা হয়েছে।
ক’দিন আগে নবান্ন সভাঘরে সব দফতর ও জেলা গুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক করেন। সূত্রের খবর, সেইদিন এই বিষয়ে চূড়ান্ত হয় যে পড়ে থাকা সরকারি জমি বা বন্ধ কারখানার জমি বিক্রি করা হবে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায়, যেমন দূর্গাপুরের ডিপিএলের জমি, কলকাতার ১০৮ নং ওয়ার্ডে থাকা ১০ একর জমির মতো বহু জমি নিলাম করে বিক্রি করা হবে। নবান্ন সূত্রে খবর, ধাপে ধাপে এই জমি বিক্রি করে কোষাগারে সাড়ে ৮ হাজার কোটি টাকা আনতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
পার্থর মোবাইলে মেসেজ, ‘মানিক যা তা ভাবে টাকা নিচ্ছে’, চার্জশিটে জানাল ইডি