
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ধূপগুড়িতে (Dhupguri) ভ্যাকসিনেশন ক্যাম্পে (Vaccine camp) দুর্ঘটনার জেরে নড়েচড়ে বসল নবান্ন (Nabanna)। সকালে ভ্যাকসিন নিতে গিয়ে একাধিক মানুষ পদপিষ্ট হন। সেই খবর পেতেই রাজ্যের বুথে বুথে ভ্যাকসিনেশন ক্যাম্প তৈরির কথা ভাবছে নবান্ন।
এদিন ধূপগুড়িতে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত হয়েছিল। কিন্তু তা যে এমন বিপত্তি ডেকে আনবে কেউ ভাবতে পারেনি। সেই ক্যাম্পেই ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট হয়েছেন অনেকে। স্থানীয়দের দাবি, সকাল থেকেই ক্যাম্পের বাইরে থিকথিক করছিল ভিড়। ক্যাম্পের গেট খুলতেই ঝাঁপিয়ে পড়েন সবাই। তাতেই ঘটে বিপত্তি। পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন ৩০-৪০ জন।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার ক্যাম্পে ভ্যাকসিনের আয়োজন, ধূপগুড়িতে পদপিষ্ট অনেকে
সূত্রের খবর, এদিন নবান্ন থেকে মুখ্যসচিব জানিয়েছেন, কুপন ছাড়া আর ভ্যাকসিন প্রদান নয়। কমপক্ষে ১-২ দিন আগে সেই কুপন দিয়ে দিতে হবে এবং কুপন সংগ্রহকারীরা ছাড়া আর কেউ ভিড় করতে পারবেন না ভ্যাকসিনেশন ক্যাম্পে।
মঙ্গলবার বিকেলে নবান্নে ভ্যাকসিন প্রদান সংক্রান্ত যা যা ভাবা হয়েছে, তা হল –
- পর্যাপ্ত জায়গা / বড় মাঠ সহ স্কুল ভবনে টিকা দেওয়ায় জোড় দিতে হবে।
- ভিড় পরিচালনা করতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন রাখতে হবে।
- স্বাস্থ্য বিভাগ / আইসিডিএস কর্মীদের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি কুপন বিলি করতে হবে।
- শুধুমাত্র কুপন দিয়েই টিকা দেওয়া হবে।
- কমপক্ষে ১ বা ২ দিন আগে কুপন দেওয়া হবে।
- ভ্যাকসিনেশনের জায়গা নির্ধারণের জন্য জেলায় টাস্কফোর্স তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
- অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপারদের রাখতে ক্যাম্পে মোতায়েন রাখতে হবে।
- থানার আইসিদের ভ্যাকসিনেশন ভেন্যু সম্পর্কে তথ্য রাখতে হবে।
- দুয়ারে সরকারের ক্যাম্পের মতো, ভ্যাকসিনেশন বুথও চিহ্নিত করতে হবে। বুথে বুথে হলে তাতে ভিড় কমবে।
এছাড়াও, সাম্প্রতিক কয়েকটি ঘটনা থেকে (যেমন, আজ ধূপগুড়ির ঘটনা) পুলিশ সুপার, স্থানীয় জেলাশাসকদের আরও সতর্ক হতে বলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আজকের ঘটনা যেন আর না ঘটে তাও প্রশাসনকে নিশ্চিত করার কথা বলা হয়েছে।