Latest News

Nabadwip Death: নবদ্বীপে হনুমানের আতঙ্কে ভয়ঙ্কর পরিণতি বৃদ্ধার! দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: হনুমানের (Monkey) আতঙ্কে ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল নবদ্বীপের (Nabadwip Death) এক বৃদ্ধার। পরিজনরা ওই বৃদ্ধাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবদ্বীপের চোটির মাঠ পালপাড়া এলাকায়।

আরও পড়ুন: সুন্দরবনে পরিশ্রুত পানীয় জলের সমস্যা! রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ হিঙ্গলগঞ্জে

সোমবার সন্ধেয় হরিমতি সাহা নামে বছর পঁচাত্তরের ওই বৃদ্ধা বাড়ির ছাদে উঠেছিলেন। সেই সময় একদল হনুমান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। প্রতিবেশীদের অনুমান, হনুমান দেখে ভয় পেয়ে ছাদের ধারে চলে যান ওই বৃদ্ধা। সেইসময়েই কোনওভাবে পা হড়কে নিচে পড়ে যান তিনি।

আরও পড়ুন: সন্ত্রাসের আতঙ্কে কাঁটা রামপুরহাট, তড়িঘড়ি গ্রাম ছাড়ছে নিহত ভাদুর পরিবার

বৃদ্ধার এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, পর্যাপ্ত খাবার না পাওয়ায় নবদ্বীপের বিভিন্ন জায়গায় সম্প্রতি হনুমানের তাণ্ডব বেড়েছে। বন দফতরের কাছে অভিযোগ জানানো হলেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি। আজ সেই হনুমানের তাণ্ডবেই একজনের মৃত্যু হয়ে গেল।

You might also like