Latest News

Musk Cola : ‘এবার কোকা কোলা কোম্পানি কিনব, ফের কোকেন মেশাব’, দাবি ইলোন মাস্কের

দ্য ওয়াল ব্যুরো : সদ্য টুইটার কিনে বিশ্ব জুড়ে হইচই ফেলে দিয়েছেন ধনকুবের ইলোন মাস্ক (Musk Cola)। বৃহস্পতিবার তিনি ‘ঘোষণা’ করলেন, এবার তাঁর লক্ষ্য কোকা কোলা (Musk Cola) কোম্পানি কেনা। তারপরে তিনি কোকা কোলায় ফের কোকেন মেশাবেন।

কোকা কোলায় একসময় সত্যিই কোকেন মেশানো হত। মাস্ক (Musk Cola) সেই ইতিহাসের কথা উল্লেখ করেছেন। ১৮৮৫ সালে আমেরিকার জর্জিয়া প্রদেশের আটলান্টায় এক ফার্মাসিস্ট কোকা কোলার ফর্মুলা আবিষ্কার করেন। তাঁর নাম ছিল জন পেম্বারটন। তিনি কোকা কোলায় কোকেন মেশাতেন। তা থেকেই কোকা কোলার ‘কোকা’ কথাটি এসেছে। ওই কোকেন সংগ্রহ করা হত কোকা পাতা থেকে। কোলা শব্দটি এসেছে কোলা নাট থেকে। তার মধ্যে থাকে ক্যাফিন।

কোকা কোলার ফর্মুলা যখন আবিষ্কৃত হয়, তখন কোকেন ছিল আইনসিদ্ধ। মানুষের বিশ্বাস ছিল, অল্প পরিমাণে কোকেন সেবন করলে কোনও ক্ষতি হয় না। পেম্বারটন বিজ্ঞাপনে দাবি করেছিলেন, তাঁর আবিষ্কৃত পানীয় ব্রেন টনিক হিসাবে কাজ করে। তা বুদ্ধিজীবীদের পানীয়। পরে তিনি বলতেন, কোকা কোলা আসলে একরকম ওষুধ। তাতে মাথার যন্ত্রণা ও পেটের রোগ সেরে যায়। ক্লান্তি দূর হয়।

পরবর্তীকালে কোকা কোলার ফর্মুলায় অনেক পরিবর্তন হয়। কোকেন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয় ১৯২৯ সালে। বৃহস্পতিবার বিশ্বের ধনীতম ব্যক্তি ইলোন মাস্ক (Musk Cola) মজা করে বলেছেন, তিনি ফের ১০০ বছর আগের ফর্মুলা অনুযায়ী কোকা কোলা তৈরি করবেন। তাতে কোকেন মেশানো থাকবে।

অনেকে ভাবছেন, কোকা কোলায় কোকেন মেশানোর কথা মাস্ক মজা করে বলতে পারেন, কিন্তু তিনি হয়তো সত্যিই ওই কোম্পানি কেনার কথা ভাবছেন। অতীতে মাস্কের কোনও কোনও মন্তব্য অনেকে মজা ভেবে উড়িয়ে দিয়েছেন। পরে বোঝা গিয়েছে, তা পুরোটাই মজা ছিল না।

টুইটার কেনার কিছুদিন আগে মাস্ক ওই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তিনি টেসলার ১০ শতাংশ শেয়ার বেচে দিতে চান। সেই অর্থে তিনি অনেকের পাওনা মেটাবেন। তাঁর পরিকল্পনা ঠিক আছে কিনা সেবিষয়ে তিনি টুইটার ব্যবহারকারীদের থেকে মতামত চেয়েছিলেন। ৫৭ শতাংশ টুইটার ইউজার বলেছিলেন, মাস্ক ঠিকই ভেবেছেন। পরে তিনি টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বেচে দেন।

এদিন মাস্ক বলেছেন, কোকা কোলার পাশপাশি তিনি আরও একটি বিশ্ববিখ্যাত কোম্পানি কিনবেন। সেই কোম্পানিটি হল ম্যাকডোনাল্ডস। তারপর ওই কোম্পানির যতগুলি আইসক্রিম মেশিন খারাপ হয়ে গিয়েছে, সবগুলি সারাবেন।

আরও পড়ুন : Modi : ‘মোদীর লজ্জিত হওয়া উচিত’, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তোপ মুখ্যমন্ত্রীদের

You might also like