Latest News

মহিলার গায়ে ইলেকট্রিক তার জড়িয়ে খুন! নৃশংসতায় অভিযুক্ত স্বামীও

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে এক গৃহবধূকে গায়ে ইলেকট্রিক তার জড়িয়ে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদে (Mursidabad)। অভিযোগ, ঘটনায় জড়িত রয়েছে ওই গৃহবধূর স্বামীও।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাআদের হরিহরপাড়ায়। মৃতের নাম জোসনা বিবি। অভিযোগ, ওই গৃহবধূ যে বাড়িতে থাকতেন তার ঠিক পাশেই একটি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ওই বাড়ির লোকেদের সন্দেহ হয় আগুন লাগিয়েছেন জোসনাই। তারপর থেকে তাঁর উপর চড়াও হয় তারা। অভিযুক্তরা হল রফিক আনসারি এবং কাশেম শেখ। দুজনেই পলাতক।

অভিযোগ, গত তিন দিন ধরে লাগাতার জোসনাকে মারধর করছিল ওই দুজন (Murder)। তাদের হাত থেকে বাঁচতে দিদির বাড়ি পালিয়ে গিয়েছিলেন জোসনা। কিন্তু সেখান থেকে শনিবার রাতে বাড়ি ফিরলে ফের আক্রমণ করে রফিক, কাশেমরা (Crime)। তখনই জোসনার গায়ে জড়িয়ে দেওয়া হয় ইলেকট্রিক তার। নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

মৃতের পরিবারের লোকজন সন্দেহ প্রকাশ করেছেন জোসনার এই খুনে জড়িত রয়েছে তাঁর স্বামীও। কারণ বিয়ের পর থেকেই স্বামী তাঁর উপর মানসিক নির্যাতন চালাত। ঘটনার পর পলাতক সেই স্বামীও।

ঘটনার পর সেখানে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে বহরমপুর মেডিকেল কলেজে। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার রহস্যমৃত্যু! বিষ খেয়ে ‘আত্মহত্যা’, প্রাথমিক অনুমান পুলিশের

You might also like