Latest News

Mursidabad: ভাগীরথীর স্রোতে ভেসে গেল দুই স্কুলপড়ুয়া! ডুবুরি নামিয়েও খোঁজ মিলছে না

দ্য ওয়াল ব্যুরো: ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই স্কুলপড়ুয়া। মুর্শিদাবাদে বহরমপুরের কাছে একটি ঘাটে বুধবার সকালে স্নান করতে নেমেছিল তারা (Mursidabad)। জলের তোড়ে ভেসে যান দুজনেই। ডুবুরি নামিয়ে জলে তাদের তল্লাশি চালানো হচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল হলেও কারও খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: মুকুল রায় কোন দলে? চূড়ান্ত রায় দিলেন বিধানসভার স্পিকার

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টা নাগাদ। মুর্শিদাবাদের (Mursidabad) বহরমপুর শহরের লালবাগ তৃতীয় সড়কের কাছে নিহালিশ পাড়া ঘাটে স্নান করতে নেমেছিল দুই কিশোর। তাদের একজন একাদশ শ্রেণীর ছাত্র এবং অন্যজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। একসঙ্গে স্নান করতে নেমে যে এমন বিপত্তির মুখোমুখি হতে হবে তা হয়তো কেউ ভাবতেই পারেনি।

সকালের দিকে নদীতে স্রোতের দাপট এমনিতেই বেশি থাকে। মালদহের গঙ্গা কিংবা মুর্শিদাবাদের (Mursidabad) ভাগীরথীর স্রোত দক্ষিণবঙ্গের চেয়ে অনেক বেশি। সেই স্রোতই কাল হল।

দুই স্কুলপড়ুয়া কিশোর নদীতে তলিয়ে যাওয়ার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নিহালিশ পাড়া ঘাট সংলগ্ন এলাকায়। স্থানীয়রা পুলিশে খবর দেন। ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। দুই পরিবারকেই গ্রাস করেছে দুশ্চিন্তা।

You might also like