
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের পাঁচিল চাপা পড়ে রাজ্যে মৃত্যু হল স্কুল পড়ুয়ার (Murshidabad Student Death)। শনিবার স্কুলের হাফ ছুটির পর রোজের মতো দাদা ইজাজ হোসেনের (৯) সঙ্গে বাড়ি ফিরছিল বোন সালমা খাতুন(৬)। হঠাৎই রাস্তার পাশের একটি পাঁচিল ওই দুই শিশুর উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালমার। তার দাদাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই দাদা-বোন ফারাক্কার (Farakka) স্থানীয় অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। সালমা প্রথম শ্রেণির পড়ুয়া। আর দাদা ইজাজ চতুর্থ শ্রেণিতে পড়ে। স্কুল ছুটির পর রোজই তারা দুজনে একসঙ্গে স্কুল থেকে ফিরত। যে পাঁচিল ধসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল সেটি দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় ছিল বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। দুই ভাই-বোনকে উদ্ধার করে স্থানীয় অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় প্রথম শ্রেণির পড়ুয়া সালমা খাতুনের। প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছে দাদা ইজাজ হোসেন।
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী সহ প্রশাসনের কর্তারা। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য কদিন আগেই পুরুলিয়ার (Purulia) একটি স্কুলে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয়েছিল এক পড়ুয়ার।
দ্য ওয়ালের খবরের জের, ২৪ ঘণ্টার মধ্যে ‘কুত্তা’কে দত্ত করে ভুল শুধরে নিল প্রশাসন