Latest News

কাজু ভেবে বুনো ফল খেয়ে বিপত্তি! মুর্শিদাবাদে অসুস্থ ১২ জন শিশু

দ্য ওয়াল ব্যুরো: কাজু (Cashew) ভেবে অন্য ফল খেয়ে অসুস্থ (Sick) হয়ে পড়ল একসঙ্গে ১২ জন শিশু (Children)।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ইসলামপুরের অন্তর্গত মল্লিক পাড়া গ্রামে। জানা গেছে, একসঙ্গে এলাকাতেই খেলাধুলো করছিল ওই শিশুরা। খেলার ছলেই তারা পাশের একটি গাছ থেকে কাজুবাদাম ভেবে অন্য এক ধরনের ফল খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে শিশুগুলি। সকলেরই একই উপসর্গ দেখা দেওয়ায় সন্দেহ হয় শিশুগুলির অভিভাবকদের মনে। তারপর খোঁজ করতেই সামনে আসে আসল ঘটনা।

জানা গেছে, কাজু ভেবে যে গাছের ফল খেয়েছিল শিশুগুলি সেটির বৈজ্ঞানিক নাম জাটরোফা সারকাস। স্থানীয় নাম জামাল গোটা বা ব্যাগ ভেরেন্ডা। এই গাছের ফল এমনিতে বিষাক্ত নয়, তবে কোষ্ঠ পরিষ্কার করে এই ফল। একসঙ্গে অনেকগুলি ফল খেয়ে নেওয়াতেই ঘটে বিপত্তি।

অসুস্থ ১২ জন শিশুকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ১১ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে একজনের অবস্থা খারাপ হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অসুখ শিশুদের বাবা মায়েরা। ঝোপ জঙ্গল সাফ করে বিষাক্ত গাছ কেটে ফেলার দাবি তুলেছেন তাঁরা।

একটা ছাগল নিয়ে দুই চিতার লড়াই, দুটো দেহ উদ্ধার ডুয়ার্সের জঙ্গলে

You might also like