
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে (Delhi) আজ, রবিবার পুর নিগমের নির্বাচনের (municipal election) জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮’টা থেকে শুরু হয়েছে ভোটদান। বিগত কয়েক বছরের মতো এবারও দিল্লিতে ত্রিমুখী লড়াই। তবে প্রচারে স্পষ্ট, এবার কংগ্রেসের অবস্থা আগের বারের তুলনায় আরও খারাপ হয়েছে। মূল লড়াই হচ্ছে বিজেপি (BJP) ও আপের (AAP) মধ্যে। এই দুই দলেরই শীর্ষস্থানীয় নেতারা পুরভোটের লড়াইয়ে ময়দানে ছিলেন।
দিল্লির পুর নিগমের নির্বাচনে এবার বিশেষ বৈশিষ্ট্য হল, দশ বছর পর রাজধানীর তিনটি পুরনিগমকে আবার সংযুক্ত করে একটি নিগম করা হয়েছে। ২০১২ সালে শীলা দিক্ষিত মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রে ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালে আগের পুরনো দিল্লি নগর নিগমকে ভেঙে তিন টুকরো করা হয়েছিল। এ বছরের গোড়ায় কেন্দ্রের বিজেপি সরকার ফের তিনটি নিগমকে জুড়ে একটি করে দিয়েছে। তারপর আজ প্রথম ভোট হচ্ছে। এখন ওয়ার্ড সংখ্যা দাঁড়িয়েছে ২৫০।

মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি বা এমসিডি নির্বাচনে ভোটার ১ কোটি ৪৫ লাখ। মোট ১,৩৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট নেওয়া হবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। ফল ঘোষণা ৭ ডিসেম্বর।
টানা প্রায় ১৫ বছর এমসিডির ক্ষমতায় বিজেপি। স্বভাবতই প্রতিষ্ঠান বিরোধিতার বিপদ নিয়ে দলকে অনেক সতর্ক থাকতে হয়েছে। গতবারের মতো এবারও তারা দুই তৃতীয়াংশ কাউন্সিলরকে টিকিট না দিয়ে নতুন মুখ এনেছে। বিজেপিকে সরিয়ে এমসিডির দখল নিতে আপ দিল্লির জঞ্জাল, দূষণ এবং বেআইনি বাড়ির সমস্যা নিয়ে লাগাতার প্রচার চালিয়েছে। বিধানসভার মতোই পুরভোটেও আপ নানা আর্থিক ছাড়ের কথা ঘোষণা করেছে। তারমধ্যে অন্যতম হল, পুরকরে বিশেষ সুবিধা। এখন দেখার রাজধানীর মানুষ পদ্মের শোভাতেই মগ্ন থাকেন নাকি আপের ঝাঁটা বেছে নেন।
কলেজিয়াম বিতর্কে কেন্দ্রের হয়েই ব্যাট ধরলেন ধনকড়! দিল্লিতে তেড়েফুঁড়ে উঠলেন উপ-রাষ্ট্রপতি