Latest News

খুন করে সাত তলা থেকে ছুড়ে ফেলা হল প্রৌঢ়ের দেহ, ধৃত স্ত্রী, সন্তান

দ্য ওয়াল ব্যুরো : মুম্বইয়ের (Mumbai) আম্বোলি অঞ্চলে স্ত্রী ও পুত্রের সঙ্গে বাস করতেন ৫৪ বছর বয়সী শান্তনুকৃষ্ণ শেষাদ্রি (Shantanukrishna Sheshadri)। কিছুদিন আগে তাঁর স্ত্রী ও পুত্র (Wife and Son) পুলিশকে জানান, আত্মহত্যা করেছেন শান্তনুকৃষ্ণ। তিনি আগেও নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই প্রৌঢ়কে খুন করে দেহটি সাততলা থেকে ছুড়ে ফেলা হয়েছে। খুনের দায়ে শান্তনুকৃষ্ণের স্ত্রী ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিংঘে জানান, তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃতের স্ত্রী-পুত্র মিথ্যা কথা বলছেন। তাঁরা অপরাধের প্রমাণ লোপাট করারও চেষ্টা করেছিলেন। সম্ভবত পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন শান্তনুকৃষ্ণ।

You might also like