
দ্য ওয়াল ব্যুরো: রাত তখন অনেক। গাড়িঘোড়া দিনের তুলনায় খানিকটা কম। সেই সময় আচমকাই আগুন লেগে গিয়েছিল যুবকের গাড়িতে। ফাঁকা হাইওয়েতে দাউ দাউ করে জ্বলছিল গাড়ি (Car catches fire)। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (chief minister)। অবস্থা দেখে চালককে গাড়ি থামাতে বললেন তিনি। নেমে এসে ওই যুবককে সাহায্য (help) করতে লেগে পড়লেন নিজেই।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) ব্যস্ত ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে। মঙ্গলবার রাত ১২.১৫ নাগাদ ভিলে পার্লে এলাকা দিয়ে যাচ্ছিলেন বিক্রান্ত শিন্ডে নামে এক যুবক। আচমকাই তাঁর গাড়িতে আগুন লেগে যায়। ব্যস্ত রাস্তার মাঝেই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়ি। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। অবস্থা দেখে গাড়ি থামিয়ে দেন তিনি। নেমে এসে বিক্রান্তের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি।
#Mumbai: #Car catches #fire on #highway, Maha #CM #EknathShinde stops to help @mieknathshinde #Maharashtra #MumbaiNews #Viral #ViralVideo #ViralTwitter #MumbaiCity #MumbaiTraffic #CMShinde #Trending #TrendingNow pic.twitter.com/CzAay2ynFM
— Free Press Journal (@fpjindia) September 13, 2022
পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, বিক্রান্ত নামে ওই যুবককে ডেকে তাঁর সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বিক্রান্তকে তিনি তাঁর নাম জিজ্ঞেস করেছেন। তারপর আগুন লাগা গাড়িটির কাছে যেতে বারণ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, জীবন গাড়ির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলে যাওয়ার আগে বিক্রান্তকে সাহায্যের আশ্বাস দিতেও দেখা যায় একনাথ শিন্ডেকে। মুখ্যমন্ত্রীর আচরণে বিক্রান্ত যে অত্যন্ত সন্তুষ্ট, তা তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট।
জানা গেছে, ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। সেগুলির সাহায্যে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে সূত্রের খবর।
পুলিশের গাড়ি পুড়িয়ে দিল বিজেপি, রবীন্দ্র সরণিতে দাউদাউ আগুন