Latest News

Mukesh Ambani : ২০২২ সালের ধনীতমদের তালিকা প্রকাশিত, জেনে নিন আম্বানি, আদানি কত নম্বরে

দ্য ওয়াল ব্যুরো : বুধবার ‘অ্যানুয়াল বিলিওনেয়ারস লিস্ট’ প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। তাতে দেখা গিয়েছে, বিশ্বের ধনীতমদের তালিকায় ১০ নম্বর স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ১১ নম্বর স্থানে আছেন ‘ইনফ্রাস্ট্রাকচার টাইকুন’ গৌতম আদানি ও তাঁর পরিবার (Mukesh Ambani)। তালিকার একেবারে শীর্ষে আছেন স্পেস এক্স ও টেসলার সিইও ইলোন মাস্ক (Mukesh Ambani)। গত বছর শীর্ষে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

গত ৩৬ বছর ধরে বিশ্বের ধনীতমদের তালিকা প্রকাশ করে চলেছে ফোর্বস ম্যাগাজিন (Mukesh Ambani)। গত বছরের তুলনায় এবার ওই তালিকায় কমেছে অনেকগুলি নাম। বাণিজ্যিক পত্রিকা ফোর্বসের বক্তব্য, যুদ্ধ, অতিমহামারী ও বাজারে মন্দার জন্য অনেক ধনকুবেরের সম্পত্তির পরিমাণ কমেছে। তবে গত এক বছরে সম্পত্তির পরিমাণ বাড়িয়েছেন ১ হাজার জন ধনকুবের।

ফোর্বসের তালিকায় এবছর স্থান পেয়েছেন ২৩৬ জন নতুন বিলিওনেয়ার। ধনকুবেরদের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়। সেদেশের ৭৩৫ জন বিলিওনেয়ার ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন। তাঁদের সম্পত্তির পরিমাণ মোট ৪৭০০ কোটি ডলার।

ধনীতমদের তালিকায় দেখা যায়, রাশিয়া ও চিনের বিলিওনেয়ারদের সংখ্যা গত বছরের তুলনায় যথেষ্ট কমেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার প্রভাব পড়েছে অর্থনীতির ওপরে। এবছর ফোর্বসের তালিকায় গত বছরের তুলনায় ৩৪ জন কম রুশ ধনকুবের স্থান পেয়েছেন। চিনে সরকার বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল। এর ফলে ফোর্বসের তালিকায় গত বছরের তুলনায় ৮৭ জন কম চিনা বিলিওনেয়ার স্থান পেয়েছেন।

ফোর্বস জানিয়েছে, ২০২২ সালের ১১ মার্চের পরে কোন কোম্পানির শেয়ারের মূল্য কত তার ভিত্তিতে বিলিওনেয়ারদের তালিকা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন : Imran Khan : হ্যান্ডব্যাগে ৯০ হাজার ডলার নিয়ে পাকিস্তান ছেড়ে পালিয়েছেন ইমরানের স্ত্রীর বন্ধু?

You might also like