
দ্য ওয়াল ব্যুরো: তিনি কিছু করলেই ‘খবর’ হয়ে যায়। এম এস ধোনি (MS Dhoni) এমন এক তারকা যিনি আড়ালে থাকেন ইচ্ছে করেই। নিজেকে নিভৃতে রেখে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা থাকে।
আইপিএলের (IPL 2023) শেষ মরশুম সম্ভবত খেলতে চলেছেন ধোনি। তারপর তিনি চেন্নাই সুপার কিংসেরই মেন্টর হতে পারেন। তার আগে চেন্নাইয়ের নেটে মাহিকে দেখা গেল স্বমেজাজে। তিনি রকমারি শট খেলেছেন। তার মধ্যে ছিল হেলিকপ্টার শটও। ধোনির ব্যাটিং প্র্যাকটিসের সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
আইপিএল শুরু হতে বেশ খানিকটা দেরি থাকলেও ধোনি বসে নেই। তিনি দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন। এম এস-র অনুরাগীরা সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে মাহি রুদ্রমূর্তিতে ব্যাটিং করছেন। ৪১ বছর বয়সি তারকার ফিটনেস এখনও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
গত মরসুমে ধোনির দলের পারফরম্যান্স একদমই ভাল ছিল না। তালিকায় শেষ করেছিল দশম স্থানে। এবার সেই ফলের অন্যথা চায় বলেই বেন স্টোকসের মতো তারকাকে সই করিয়েছে ধোনির দল। মোট ৪ বারের খেতাবজয়ী দল এবার ক্যাপ্টেন কুলের হাত ধরে নতুন করে সূচনা চায় কোটিপতি লিগে।
ক্ষমা চাইলেন মেসি, কাতারের ওই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ আর্জেন্টাইন রাজপুত্রের