Latest News

রাহুলকে ৮০ লক্ষ টাকার বাইক উপহার ধোনির! বিরাট যা দিলেন, দেখে সবাই অবাক

দ্য ওয়াল ব্যুরো: কেএল রাহুল (KL Rahul) ও আথিয়া শেঠীর বিয়ে নিয়ে দারুণ হইচই হয়েছে। তাঁরা নিরালায় বিয়ে পর্ব সেরেছিলেন। নিমন্ত্রিত ছিলেন গুটিকয়েক অতিথি। তার মধ্যে ছিলেন এম এস ধোনি (MS Dhoni)। তিনি বিয়েতে রাহুলকে উপহার দিয়েছেন কাওয়াসাকি নিনজা বাইক। জাপানি এই বাইকের দাম ৮০ লক্ষ টাকা। রাহুলও ধোনির মতোই বাইক প্রেমী। চার চাকা ছেড়ে মাঝেমধ্যে বাইক নিয়েই বেরিয়ে পড়েন।

শুধু ধোনিই নন, পাশাপাশি বিরাট কোহলি প্রিয় সতীর্থের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে না পারলেও তিনিও বহু মূল্যবান উপহার দিয়েছেন। কোহলি প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা দিয়ে একটি বিএমডব্লুউ গাড়ি (BMW) উপহার দিয়েছেন। গাড়ির কাগজপত্তর পাঠিয়েও দিয়েছেন কোহলি। যেটি স্থানীয় শো রুম থেকে নিয়ে নিতে পারবেন রাহুল। ভারতের এই নামী ক্রিকেটারের গ্যারাজেও বহু গাড়ি রয়েছে, কিন্তু বিএমডব্লুউ ছিল না, সেটি দিয়ে দিলেন বিরাট।

বৃহস্পতিবার আবার তার মধ্যে একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে। দেখা গিয়েছে ধোনি ও হার্দিক একটি নতুন বাইকে চেপে রয়েছেন। হার্দিক সেই ছবি দিয়ে লিখেছেন, শোলে টু আসছে। শোলে সিনেমায় বিখ্যাত জুটির নাম ছিল জয় ও বীরু। তাঁদেরও বাহন ছিল একটি মোটরবাইক। সেই স্মৃতি উসকে জয়-বীরু সেজেছেন হার্দিক ও ধোনি। তবে কোথায় ছবিটি তুলেছেন সেটি জানাননি। মনে করা হচ্ছে কে এল রাহুলের বিয়েতে দু’জনে হাজির থেকেই নিনজা বাইকে ছবিটি তুলেছেন।

ইস্টবেঙ্গল মুক্ত ফিফার ট্রান্সফার ব্যান থেকে, বিদেশি নিতে আর সমস্যা নেই লাল হলুদের

You might also like