
দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য রক্ষা পেলেন বাংলার টেবিল টেনিস তারকা মৌমা দাস। শুক্রবার সকালে এক দুর্ঘটনার (Accident) কবলে পড়েন পদ্মশ্রী পুরস্কার প্রাপক মৌমা। তিনটি বাসের রেষারেষির মধ্যে পড়ে যায় মৌমার গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পায় মৌমার গাড়ি। সেই সময় গাড়িতে মৌমা ছাড়াও ছিলেন তাঁর স্বামী ও আড়াই বছরের মেয়ে।
জানা গেছে, শুক্রবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি সপরিবারে আসছিলেন মৌমা। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বিবেকানন্দ সরণির বাড়িতে ফিরছিলেন তিনি। মধ্যমগ্রাম চৌমাথার কাছে তিনটি বাসের রেষারেষির মাঝে পড়ে যায় মৌমা দাসের গাড়ি।
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেন তিনি। পাশাপাশি র্যাশ ড্রাইভিং নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার এই তারকা। অবিলম্বে এহেন ঘটনা বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
১২০০ কেজির পাথর তুলেছিলেন! চমকে দিয়েছিলেন ব্রুস লি’কেও, গুগল ডুডলে কে এই পালোয়ান