
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন এক মহিলা। মাঝরাস্তায় আচমকাই একটি সিমেন্টের ট্রাক পিষে দিয়ে বেরিয়ে গেল মহিলার গাড়িটি (Car Crushed by Truck)। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির মধ্যেই প্রাণ হারান ওই মহিলা ও তাঁর মেয়ে।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) কাগ্গালিপুরার কাছে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম গায়ত্রী কুমার ও মেয়ের নাম সামান্থা কুমার। বৃহস্পতিবার সকাল ৮:৩০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, দশম শ্রেণির ছাত্রী সামান্থাকে নিয়ে গাড়ি করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন গায়ত্রী। একটি সিমেন্ট মিক্সার ট্রাক গায়ত্রীর গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গাড়ির ওপরেই পড়ে যায়।
ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই একটি মেসেজ যায় গায়ত্রীর স্বামীর ফোনে। সেই মেসেজ পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে মা-মেয়ের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাকের চালক পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
চলন্ত গাড়িতে আগুন, পুড়ে মরলেন স্বামী-স্ত্রী! চেষ্টা করেও বাঁচাতে পারলেন না স্থানীয়রা