
শনিবারই কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং ‘নিউ ইয়র্ক টাইমস’-কে ‘সুপারি মিডিয়া’ বলেছেন। সেই প্রেক্ষিতে চিদম্বরম এদিন বলেন, “ওয়াটারগেট কেলেংকারি ও পেন্টাগন পেপারস ফাঁস করার ক্ষেত্রে দু’টি সংবাদপত্র কী ভূমিকা নিয়েছিল, তা হয়তো মন্ত্রী জানেন না। যদি তিনি ইতিহাস নাও পড়তে চান, এসম্পর্কে যে সিনেমাগুলো তৈরি হয়েছে, সেগুলোও তো দেখতে পারতেন।”
নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে, ২০১৭ সালে ইজরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের চুক্তি করে কেন্দ্রীয় সরকার। মূলত পেগাসাস সফটওয়ার এবং ক্ষেপণাস্ত্র কেনার জন্যই তখন চুক্তি হয়েছিল। ওই সংবাদের শিরোনাম ছিল, ‘ব্যাটল ফর দি ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল সাইবার ওয়েপন’। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইবার অস্ত্র দখলের জন্য যুদ্ধ। সংবাদপত্রে লেখা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েলে গিয়েছিলেন। সেই সফরের সঙ্গে ভারত-ইজরায়েল প্রতিরক্ষা চুক্তির সম্পর্ক আছে।
চিদম্বরম এদিন টুইটারে লিখেছেন, “এবার হয়তো সরকার আরও বেশি দাম দিয়ে স্পাইওয়ার কিনবে। গতবার নজরদার সফটওয়ার কিনতে ২০০ কোটি ডলার খরচ হয়েছিল। এবার হয়তো খরচ হবে ৪০০ কোটি ডলার।” আর একটি টুইটে চিদম্বরম লিখেছেন, “প্রধানমন্ত্রী বলেছেন, এখন ভারত ও ইজরায়েলের যৌথভাবে নতুন লক্ষ্যমাত্রা স্থির করা দরকার। এখন ইজরায়েলকে প্রশ্ন করা উচিত, তাদের কাছে কি পেগাসাসের উন্নততর ভার্সান আছে?”