Latest News

ভারতের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি এখন সম্পূর্ণ সুস্থ

দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) প্রথম মাঙ্কিপক্সে (Monkey Pox) আক্রান্ত ব্যক্তির খোঁজ মেলে কেরলের (Kerala) তিরুবনন্তপুরমে। সেখানকারই সরকারী মেডিকেল কলেজে তাঁর চিকিৎসা চলছিল। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ (cured) ।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন, কেরলের কোল্লামের ওই বাসিন্দাকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এটাই যেহেতু রাজ্যের মাঙ্কিপক্সের প্রথম কেস ছিল, তাই এর গুরুত্বও ছিল অনেক বেশি। ৭২ ঘণ্টার মধ্যে দু’বার পরীক্ষা করা হয়েছে ওই ব্যক্তির স্যাম্পেল। দু’বারই রিপোর্ট নেগেটিভ।

বর্তমানে তাঁর শরীরের সমস্ত ক্ষত মিলিয়ে গিয়েছে। তিনি শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ।

স্বাস্থ্যমন্ত্রী এও জানিয়েছেন যে তাঁর সংস্পর্শে থাকা তাঁর পরিবারের সকলের রিপোর্টও নেগেটিভ।

এছাড়াও বর্তমানে আরও যে দুজনের টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের চিকিৎসা চলছে। বর্তমানে তাঁদের অবস্থাও স্থিতিশীল।

কোল্লামের এই বাসিন্দা বিদেশ থেকে ফেরার পর মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ১৪ জুলাই তাঁর মাঙ্কিপক্সের রিপোর্ট পজিটিভ আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাঙ্কিপক্স হলো এক ধরনের ভাইরাস, যা বাঁদরের থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। এই রোগের উপসর্গগুলিও সাধারণ পক্সের মতনই।

দেশে যেভাবে একের পর এক মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে তাতে করোনার সঙ্গে সঙ্গে ভয় ধরাচ্ছে নতুন এই রোগও। তবে প্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠার খবরে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

পান বিক্রি, চা স্টলে বসেও পদক জেতা যায়, প্রমাণ করলেন ‘ভারতের গর্ব’ সংকেত

You might also like