Latest News

হনুমানের তাণ্ডব বাদুড়িয়ায়! জখম ২০ জন, হাসপাতালে ভর্তি ৪, আতঙ্কে এলাকাবাসী

দ্য ওয়াল ব্যুরো: হনুমানের (monkey) উপদ্রবে তটস্থ হয়ে রয়েছেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার (Baduria) মানুষজন। হামলাকারী হনুমানের অতর্কিত আক্রমণে (attacks) ইতিমধ্যেই জখম হয়েছেন ২০ জন। ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে (hospitalized)।

ঘটনাটি বাদুড়িয়া ব্লকের নয়াবস্তিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই এলাকায় তাণ্ডব চালাচ্ছে একটি হনুমান। যখন তখন এসে পিছন দিক থেকে আক্রমণ করে আঁচড়ে কামড়ে ক্ষত-বিক্ষত করে দিচ্ছে হনুমানটি। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও মহিলারা। ইতিমধ্যেই বহু মানুষ হনুমানটির হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন। গত কয়েকদিনে পুরুষ, মহিলা এবং শিশু নির্বিশেষে অন্তত ২০ জন তার আক্রমণে আহত হয়েছেন বলে জানা গেছে। এঁদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হনুমানের উপদ্রবে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন স্থানীয় মানুষজন। শিশুরা স্কুলে যেতেও ভয় পাচ্ছে। শুধু নয়াবস্তিয়া নয়, কাঁকড়াসুতি, ফ্লুরডাঙা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালাচ্ছে হনুমানটি। তার উৎপাতে ঘুম উড়েছে গ্রামবাসীদের। কী কারণে প্রাণীটি এমন খেপে উঠেছে, সে বিষয়ে কিছুই বোঝা যাচ্ছে না। তাঁরা চাইছেন, হনুমানটিকে যে কোনও ভাবে বন দফতরের হাতে তুলে দিতে। ইতিমধ্যেই এই বিষয়ে বসিরহাট বন দফতরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বাসিন্দারা।

গ্রামবাসীদের দাবি, বন দফতরের লোক এসে যত শীঘ্র সম্ভব হনুমানটিকে খাঁচাবন্দি করুক। নয়তো যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছেন তাঁরা।

দিল্লিতে প্রবল বৃষ্টিতে ধসে পড়ল বাড়ি! চাপা পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর, আহত অন্তত ১০ জন

You might also like