
দ্য ওয়াল ব্যুরো: ফের অভিনব কায়দায় জালিয়াতি (fraud) শহরে (Kolkata)। শপিং মল (Shopping mall) থেকে কেনা জিনিস ফেরত (return) দিতে গিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা খোয়া গেল সল্ট লেকের বাসিন্দা এক মহিলার।
জানা গেছে, কলকাতার একটি শপিং মল থেকে কিছু জিনিস কিনেছিলেন সল্ট লেকের এফডি ব্লকের বাসিন্দা হৈমন্তী ভট্টাচার্য। পরে তিনি সেই জিনিস ফেরত দিয়ে অন্য জিনিস কিনবেন বলে মনস্থির করেন। সেইমতো শপিং মলের কাস্টোমার কেয়ারে ফোন করলে তাঁকে জানানো হয়, আগে নতুন জিনিসের জন্য টাকা মিটিয়ে দিতে হবে। তারপরেই দেওয়া হবে আগের কেনা জিনিসের রিফান্ড। সেই মতো একটি ট্রান্সফার উইন্ডো দিয়ে টাকা পাঠানোর চেষ্টা করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৪ লক্ষ ৩৭ হাজার ৯৯৯ টাকা।
ঘটনার জেরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন হৈমন্তীদেবী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেশিরভাগ টাকা গিয়ে পৌঁছেছে বিহারের বাসিন্দা অরবিন্দ কুমার যাদবের কাছে। তাকে কলকাতায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনুপস্থিত ছিল সে। এরপরেই বিহারের ওঝাবাথান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর পাওয়া গেছে।
বাগুইআটিতে আরটিজিএস করতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যাঙ্ককর্মী নিজেই!