Latest News

‘মনের জানালা বই’, ৬০ বছরে অভিনব মণ্ডপ ভাবনা অরুণাচল পল্লীমঙ্গলের, উদ্বোধনে জয় গোস্বামী

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কলকাতা ছাড়িয়ে এখন জেলাতেও চমক দিচ্ছে থিমের পুজো। এসেছে অভিনবত্ব। উত্তর ২৪ পরগনার অরুণাচল পল্লীমঙ্গল দুর্গোৎসব (Durga Puja) কমিটির ষাট বছর পূর্তি উপলক্ষে এবার তাদের মণ্ডপের থিম হল ‘মনের জানালা বই’ (Moner Janala Boi)। দুটি পুস্তক প্রকাশনা এই দুর্গোৎসবে তাদের বইয়ের সম্ভার নিয়ে যোগ দিয়েছে।

Durga Puja, Joy Goswami

বৃহস্পতিবার, চতুর্থীর সন্ধ্যায় প্রদীপ জ্বেলে দেবী মূর্তি ও মণ্ডপের উন্মোচন বরেণ্য কবি জয় গোস্বামী (Joy Goswami)। এছাড়াও ছিলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডঃ পার্থপ্রতিম মজুমদার। উপস্থিত ছিলেন সাহিত্যিক ডক্টর সুদর্শন সেন এবং দোলনচাঁপা দাশগুপ্ত। এছাড়াও ছিলেন স্থানীয় পুরপিতা সম্রাট চক্রবর্তী মহাশয়, যিনি এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষকও।

Durga Puja, Joy Goswami

পুজোর থিম কেন বই? উদ্যোক্তারা বলছেন, বই হল মানুষের জ্ঞান বিকাশের বন্ধু। দুর্গোৎসবের মতো সর্বজনীন উৎসব হল সব জ্ঞানের আলো প্রজ্জ্বলনের সেরা মঞ্চ। ঘরের জানালা খুললেই যেমন আলো বাতাস হু হু করে ঢুকে ঘরকে আলোকিত করে, মনের জানালাও খুলে দিতে হয়। তবেই মনের মধ্যে এসে পড়ে সারা বিশ্বের জ্ঞানের আলো। ভাল খাদ্যবস্তুতে পেট ভরে কিন্তু ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে’।

ভোগে ইলিশ ভাজা-পান্তাভাত, দেবীকে জোড়া শাড়ি পরিয়ে হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো

You might also like