
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের কর্মসমিতির সভায় সিদ্ধান্ত হয়েছে, ক্লাবের বিখ্যাত স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন হবে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনেই। পাশাপাশি ক্লাবের নতুন জিমন্যাসিয়ামও হয়েছে।
এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত প্রচার মাধ্যমকে বলেছেন, ক্রীড়া লাইব্রেরির নাম হবে ‘মোহনবাগান স্পোর্টস লাইব্রেরি’। ২১ ফেব্রুয়ারি বিশিষ্ট সাহিত্যিক এই গ্রন্থাগারের উদ্বোধন করবেন। সাহিত্যিকের নাম বলা হয়নি। মনে করা হচ্ছে করতে পারেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিংবা শঙ্কর।
জিমের নামকরণ হবে কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে। উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে তাঁর পরিবারের সদস্যদের। চুনী গোস্বামীর নামে গেটের (chuni Goswami gate) সূচনা অনুষ্ঠান হবে মার্চ মাসে। জাতীয় গেমসে ছটি পদকজয়ী গোবিন্দ প্রামাণিককে ওই দিনই সম্মান জানানো হবে।
স্কোয়্যার সার্কল সংস্থার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছে মোহনবাগান। এই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কলকাতার বিভিন্ন স্কুলে ক্রিকেট কোচিং ক্যাম্প করবে ক্লাব। যার পোশাকি নাম হবে মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমি। বিভিন্ন কোচদের প্রশিক্ষণ দেবে সংস্থাটি।
এবার ১৩৩তম বার্ষিক অ্যাথলেটিক মিটে এবার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এবার অংশ নিয়েছিলেন ৮৫৩ জন অ্যাথলিট। যেখানে ৫০৩ পয়েন্ট সেরা হয়েছে তারা।
ইস্টবেঙ্গল অনুশীলনে ব্যাপক ঝামেলা, কোচ স্টিফেনের পদত্যাগ চাইলেন সমর্থকরা