
দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় এর আগে পাশ্চাত্যের বেশ কিছু দেশের (ইংল্যান্ড-আমেরিকা) প্রশংসা কুড়িয়েছে ভারত সরকার। এবার সেই একই স্তুতি শোনা গেল প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) গলাতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে ভারত যেভাবে করোনা (Corona) অতিমারীর মোকাবিলা করেছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন মুজিবর-কন্যা (Modi Hasina)।
উল্লেখ্য, গুজরাতের (Gujrat) জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল মঙ্গলবার। সেই অনুষ্ঠানেই ভার্চুয়ালি উপস্থিত থেকে নরেন্দ্র মোদী তথা ভারত সরকারের প্রশংসা করেন পড়শি দেশের প্রধানমন্ত্রী।
দিল্লির হনুমান জয়ন্তীর হিংসায় অভিযুক্ত বাংলার দু’জন, কী বলছেন স্থানীয়রা
সেই অনুষ্ঠানে এক ভিডিও মেসেজে হাসিনা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার যেভাবে করোনা অতিমারী নিয়ন্ত্রণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।” পাশাপাশি, গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনের জন্য প্রধানমন্ত্রী মোদী এবং ‘হু’-এর ডিরেক্টর জেনারেল টেড্রস গ্যাব্রিয়েসসকে অভিনন্দন জানান তিনি।
প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ফের কিছুটা কমেছে। সোমবার করোনায় দেশে ১ জনের মৃত্যু হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে বারোশো ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৭ জন।