দ্য ওয়াল ব্যুরো: কাল রাতে তামিলনাড়ু থেকে দিল্লি এসে পৌঁছয় সদ্যপ্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা-সহ মোট ১৩ জনের দেহ। আজ, শুক্রবার সকাল থেকে নিজের বাড়িতেই রাখা থাকবে দেশের প্রথম সিডিএসের নিথর দেহ। বেলা ১১ টা থেকে দুপর ২টো অবধি শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এর পরে কামরাজ মার্গ থেকে শুরু হবে বিপিন রাওয়াতের শেষ যাত্রা। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য।গতকাল সেনানায়ক বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাতে রাতেই পালামু বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। উপস্থিত ছিলেন বিপিন-মধুলিকার দুই মেয়েও। বিমানবন্দরের বাইরে অসংখ্য মানুষের ভিড় জমে যায়।
বুধবার বেলা ১২টা ৪০ নাগাদ তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের উপর ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার কপ্টার এমআই ১৭। তাতে ছিলেন সস্ত্রীক বিপিন, আরও সাত জন সেনা। তাঁরা হলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডা, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান।
এছাড়াও ছিলেন ৫ জন কপ্টার ক্রু, যাঁদের মধ্যে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কালই ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এত বড় দুর্ঘটনার পরেও যেন বিপদ কাটেনি। গতকালই মরদেহগুলি নিয়ে তামিলনাড়ুর ওয়েলিংটন সেনাঘাঁটি থেকে সুলুর নিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনার মুখে পড়ে অ্যাম্বুল্যান্স! একাধিক অ্যাম্বুল্যান্সে দেহগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তারই মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
শেষমেশ সবকটি দেহ দিল্লি পৌঁছলেও, সব দেহ অবশ্য এখনও পরিবারের হাতে তুলে দেওয়া যায়নি, কারণ শনাক্ত করা গিয়েছে মাত্র তিনটি মৃতদেহ। বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ব্রিগেডিয়ার এলএস লিডারের দেহ শনাক্ত করা গিয়েছে। বাকি ১০টি দেহ এতই বাজেভাবে ঝলসে গেছে, যে কোনটা কে বোঝা যাচ্ছে না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত সেনা হাসপাতালের মর্গে রেখে দেওয়া হবে দেহগুলি এবং সেখানেই শনাক্তকরণের চেষ্টা চলবে।রাওয়াতের মৃত্যুতে ইতিমধ্যেই তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। জন্মসূত্রে সেখানকারই পাউরি জেলার সাইনা গ্রামের বাসিন্দা বিপিন রাওয়াত। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ৯ থেকে ১২ ডিসেম্বর অবধি রাষ্ট্রীয় শোক পালন করা হবে।