
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় বেলায় হঠাৎ যেন সন্ধে নেমে এল শহর কলকাতার (Kolkata) কিছু কিছু অংশে। কালো মেঘে ছেয়ে গেল আকাশ। ঝমঝমে বৃষ্টিতে (Rain) থতমত খেয়ে গেল শহরের অলি-গলি-রাজপথ। তবে মেঘের বহর দেখে যতটা মনে হয়েছিল, ততটা বর্ষায়নি। কিছুক্ষণের বৃষ্টির পরেই ফের রোদ উঠে গেছে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে আজ সারাদিনই আবহাওয়া এমন থাকবে। হঠাৎ বৃষ্টি, পরক্ষণেই আকাশের ভোলবদল চলতে থাকবে। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি।
পূর্বাভাস অনুযায়ী আগামী চার দিন শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। ভিজবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।
উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হবে আগামী কয়েকদিন। তবে বৃষ্টির তেজ খানিক কম থাকবে।
আরও পড়ুন: অমরনাথের মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু বারুইপুরের বর্ষার! পরিবারজুড়ে হাহাকার