
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: রাজ্য বিজেপিতে এখন সবকিছুই যেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। তিনি কিছু করলে সেটা যেমন খবর, তেমনই কিছু না করলেও খবর হচ্ছে। আর তাতেই রাজ্য বিজেপির একাংশের উপর মহাগুরুর অসন্তোষের বিষয়টি চাপা থাকছে না বলে মনে করছে রাজনৈতিক মহল। এই যেমন, রবিবার একই জায়গায় উপস্থিত থেকেও দলের রাজ্য সভাপতির সঙ্গে দলীয় কর্মসূচিতে যোগ দিলেন না তিনি। উল্টে কেষ্ট মণ্ডলের (Anubrata Mondal) জেলায় দলের কর্মসূচি এড়ানোয় মিঠুনকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বোলপুরের একটি লজে মিঠুন ও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর (Narendra Modi) ‘মন কি বাত’ অনুষ্ঠান দেখার কথা ছিল। দুজনেই বোলপুরে (Bolpur) ছিলেন। কিন্তু জেলার কর্মীদের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন কি বাতে যোগ দিলেও আসেননি মিঠুন। কেন আসেননি তা নিয়ে বিজেপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
তবে জেলা বিজেপির একটি সূত্রের দাবি, বীরভূমে দলের ব্যাপক গোষ্ঠীকোন্দলের খবর পেয়েই এদিনের অনুষ্ঠান এড়িয়ে যান মহাগুরু। উল্লেখ্য, শনিবার পশ্চিম বর্ধমান জেলা সফরে গিয়ে নিচুতলার গোষ্ঠীকোন্দলের আঁচ ভাল মতোই টের পান মহাগুরু। সম্ভবত অস্বস্তি এড়াতেই তিনি এদিনের মন কি বাত অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন বলে মনে করছে বিজেপির ওই অংশটি।
এদিকে, অনুব্রত মণ্ডলের জেলায় মিঠুনের উপস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে আলোচনা জমে উঠেছিল। এমনকি, শুক্রবার জেলবন্দি অনুব্রতও আসানসোল আদালত চত্বরে তাঁর সঙ্গে দেখা করতে আসা দলের কর্মীদের মিঠুনের পাল্টা সভা করার নির্দেশও দেন। কিন্তু বীরভূমে তাঁর প্রথম কর্মসূচিই এড়িয়ে গেলেন মিঠুন।
খাটের নিচ থেকে উদ্ধার নার্সিং পড়ুয়ার নলিকাটা মৃতদেহ, ঘর বন্ধ করে পালাল সহপাঠী