
দ্য ওয়াল ব্যুরো: ডাকাতির অভিনব উপায়! টাকার দরকার, তাই আস্ত এটিএম মেশিন উপড়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। তাও একটা নয় দুটো, একই দিনে (miscreants uproot ATMs)!
গত ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে রাজস্থানের আজমেরে (Ajmer ATM loot) ঘটেছে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা। আরাইন এবং রূপনগড় এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনাগুলি ঘটলেও তা সামনে এসেছে শুক্রবার সকালে। সিসিটিভি ক্যামেরায় ডাকাতির ঘটনা স্পষ্ট ধরা পড়েছে।
পুলিশ জানিয়েছে, মুখোশ পরে এটিএমগুলিতে ঢোকে দুষ্কৃতীরা। তারপর যন্ত্রের সাহায্যে বিশেষ পদ্ধতিতে সেগুলি উপড়ে তুলে নিয়ে পালায় তারা। একটি এটিএমে ৮ লক্ষ এবং অন্যটিতে ৩০ লক্ষ টাকা ছিল। দুটি ডাকাতির ঘটনা আপাতদৃষ্টিতে আলাদা হলেও ডাকাতির ধরন দেখে পুলিশের অনুমান, দুটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা একই দলের সঙ্গে যুক্ত।
ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।