
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাড়িতে ঢুকে নাবালকের ( Minor Boy Injured ) যৌনাঙ্গ কেটে পালাল দুষ্কৃতীরা। ক্লাস নাইনের ওই ছাত্রকে মালদহ মেডিক্যাল হাসপাতালে ( Maldah Hospital ) ভর্তি করা হবে। সোমবার গভীর রাতে রতুয়া থানার সামসি তুষরক্ষা গ্রামে এই ঘটনা ঘটে।
নাবালকের পরিবার জানিয়েছেন, বোজকার মত সোমবার রাতে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমাচ্ছিল ওই নাবালক। রাতে আচমকাই ছেলের চিৎকার শুনতে পান তাঁর বাবা। ছেলের ঘরের দিকে ছুটে আসতে গিয়ে তিনি দেখেন, বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ছেলে। বুঝতে পারেন ছেলের গোপনাঙ্গে আঘাত করা হয়েছে। খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশকে।
জখম নাবালককে উদ্ধার করে প্রথমে স্থানীয় সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
প্রাথমিকে অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই শিক্ষক নিয়োগ? পর্ষদের থেকে জবাব তলব আদালতের
স্কুল ছাত্রের বাবা জানান, খাওয়া-দাওয়া করে বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরেই ছেলের চিৎকার শুনতে পাই। সেখানে গিয়ে দেখি ছেলের যৌনাঙ্গ কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
তিনি আরও জানান, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছেলে তাঁকে জানিয়েছিল দুইজন মুখ ঢাকা অবস্থায় বাড়িতে ঢুকে ছিল। তারাই তার যৌনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।