Latest News

২৭ দিন পরেই রেডিওতে ফিরছেন মীর? ফেসবুকে নতুন ইঙ্গিত

দ্য ওয়াল ব্যুরো: রেডিওপ্রেমীদের মন খারাপ করে দিয়ে শুক্রবার দুঃসংবাদটা দিয়েই ফেলেছেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। রেডিও মির্চি (Radio Mirchi) ছেড়ে দিয়েছেন তিনি। রোজ সকালে উঠে আর চেনা এফএম-এ চেনা কণ্ঠ শোনা যাবে না। ভেবেই মুষড়ে পড়েছেন শহরবাসী। তার একদিন পরেই ফেসবুক পোস্টে নতুন ইঙ্গিত দিলেন মীর।

শনিবার ফেসবুক পেজে মীর এক লাইনের একটা প্রশ্ন করেছেন। হয়তো অনুরাগীদের কাছ থেকেই সে প্রশ্নের উত্তর শুনতে চেয়েছেন। লিখেছেন, ‘২৭ বছর পর একটা ২৭ দিনের ছুটি নিলে কেমন হয়?’

mir afsar ali

মীরের এই ফেসবুক পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকালই মীর ফেসবুকে লিখেছিলেন, রেডিও-র দুনিয়ায় তাঁর জার্নি ২৭ বছরের। রেডিও মির্চি ছেড়ে আপাতত সে জার্নিতে খানিক বিরাম দিচ্ছেন তিনি। স্পষ্ট লিখেছিলেন, ‘মির্চি ছেড়েছি, রেডিও নয়’।

অনেকের মতে, মীরের ওই পোস্টেই বলা ছিল, আগামী দিনে অন্য কোনও রেডিও চ্যানেলে তাঁকে দেখা যেতে পারে। আজ নয়তো কাল, মীর রেডিওতে ফিরবেনই। মির্চি নয়, তবে অন্য কোথাও।

এদিনের পোস্টে মীরের ইঙ্গিত বলছে, মাস খানেকের মধ্যেই তাঁর সেই নতুন যাত্রা শুরু হতে চলেছে। ২৭ দিন পরেই হয়তো নতুন কোনও রূপে সামনে আসবেন ‘সকালম্যান’।

You might also like