
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা (Minor) মেয়েকে (Daughter) গত ৩ মাস ধরে লাগাতার ধর্ষণ (Rape) করে আসছিল সৎ বাবা (Step Father)। কাউকে জানালেই প্রাণে মেরে ফেলা হবে বলে নির্যাতিতা নাবালিকাকে হুমকি দিত সে। দীর্ঘদিন তার অপকর্ম ধামাচাপা পড়ে থাকলেও এবার ধরা পড়েছে অভিযুক্ত। পুলিশ গ্রেফতার করেছে তাকে।
ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। ওই অঞ্চলের বাঘনাপাড়া এলাকার বাসিন্দা জয়দেব দাসকে দ্বিতীয়বার বিয়ে করেন রেখা দাস। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে তাঁর একটি মেয়ে আছে। অভিযুক্ত জয়দেব দাসকে বিয়ের পর মা ও সৎ বাবার সঙ্গেই থাকত নাবালিকা মেয়েটি।
রেখা দাস জানিয়েছেন, তাঁর মেয়েকে গত ৩”মাস ধরে উপর্যুপরি ধর্ষণ করে আসছিল তাঁরই দ্বিতীয় পক্ষের স্বামী জয়দেব দাস। মেয়েকে ভয় দেখিয়ে রেখেছিল সে, কাউকে কিছু বললেই প্রাণে মেরে ফেলা হবে। সেই ভয়েই এতদিন ধরে টানা নির্যাতিত হওয়ার পরেও মুখ খোলেনি নাবালিকা।
অবশেষে আর সহ্য করতে না পেরে গত পরশুদিন নিজের মাকে সব কথা খুলে বলে সে। এরপরেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা রেখা দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে জয়দেব দাসকে। তাকে আজ কালনা আদালতে তোলা হয়েছে।
মায়ের চিকিৎসা করিয়ে বাড়ি ফেরা হল না, প্রবল জলস্রোতে ভেসে মৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রীর