
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবারই জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক করেছিলেন। আর রবিবার রাত থেকেই সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হলো উপত্যকা।
রবিবার গভীর রাতে কুপওয়ারা জেলার জঙ্গল এলাকা হান্ডয়ারাতে একদল জঙ্গি ঘাঁটি গেড়েছে বলে খবর আসে নিরাপত্তাবাহিনীর কাছে। চারদিক দিক থেকে জঙ্গিদলকে ঘিরে ফেলে সেনাবাহিনী। পুলিশ জানিয়েছে এর পরই গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরা। সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার সকাল পর্যন্ত গুলির লড়াই অব্যাহত বলে জানিয়েছে সেনাবাহিনী।