
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত পরিষেবা চালু রাখা হবে। কনটেইনমেন্ট জোন গুলিতে অবশ্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ সেই সব এলাকায় মেট্রো স্টেশনের গেট খুলবে না। বড় কথা হল, মেট্রো রেলে সফর করতে গেলে কেবল স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। স্টেশনে কোনও টোকেন বিক্রি করা হবে না।
গত সোমবার থেকে দিল্লি সহ দেশের অন্য শহরগুলিতে মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। তুলনায় কলকাতায় একটু দেরিতেই শুরু হল। মেট্রো কর্তৃপক্ষ এদিন জানিয়েছে, মেট্রো রেলে সফর করতে গেলে যাত্রীদের কতগুলি বিধিনিষেধ মেনে চলতে হবে।
এক, যাত্রীদের সর্বদাই মুখে মাস্ক পরে থাকতে হবে।
দুই, মেট্রো স্টেশনগুলিতে স্যানিটাইজার ডিস্পেনসর থাকবে। তা দিয়ে হাত জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক।
তিন, মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। অর্থাৎ স্মার্টফোন না থাকলে মেট্রোয় চড়তে গিয়ে বাধার মুখে পড়তে হতে পারে।
চার, স্মার্ট কার্ড রিচার্জের জন্য অ্যাপ ডাউনলোড করে নেওয়া যেতে পারে।
পাঁচ, মেট্রো স্টেশনে প্রবেশের সময় রেল কর্মীরা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। তাতে সহযোগিতা করতে হবে।
ছয়, কারও শরীরে জ্বর, সর্দি, কাশি থাকলে যেন মেট্রোয় না চড়েন।
সাত, প্রবীণ নাগরিক ও শিশুদের মেট্রোয় না চড়ারই পরামর্শ দেওয়া হচ্ছে।
আট, এসকেলটরের হ্যান্ডরেল, দেওয়াল ইত্যাদিতে হাত দেওয়া চলবে না।
নয়, স্টেশন চত্বরে থুতু ফেলা যাবে না। তা করলে দন্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে।
দশ, ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে কোনওভাবেই হুড়োহুড়ি করা যাবে না।