Latest News

প্রস্তুতি শুরু, মেট্রো রেল চালুর আগে স্টেশন ও ট্রেন স্যানিটাইজেশনে জোর

দ্য ওয়াল ব্যুরো: আনলক চারে শুরু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। গাইডালাইনে কেন্দ্র জানিয়েছিল ৭ সেপ্টেম্বর থেকেই মেট্রো রেল পরিষেবা চালু করা যেতে পারে। তবে রাজ্য সরকার জানিয়েছে, কলকাতায় সেই পরিষেবা মিলবে ৮ সেপ্টেম্বর থেকে। আর তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা মেট্রো। মঙ্গলবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশির উপস্থিতিতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক কলকাতার মেট্রো রেল ভবনে। সেখানে ঠিক হয়েছে, রেল চালুর আগে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে স্টেশন স্যানিটাইজেশনে। একই সঙ্গে স্যানিটাইজ করা হবে রেলের সব রেক। বৈঠকে হাজির ছিলেন মেট্রো রেলের অন্যান্য কর্তারাও।

আরও পড়ুন

ঋণশোধের ওপরে ছাড় দেওয়া হতে পারে দু’বছর পর্যন্ত, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ সময় বন্ধ রয়েছে মেট্রো রেল পরিষেবা। এবার তা চালুর ছাড়পত্র মিলতেই চিন্তা রয়েছে করোনা বিধি পালন নিয়ে। কী ভাবে কোভিড-১৯ সংক্রমণ রোধ করে পরিষেবা চালু রাখা যায় সেটাই এখন বড় চ্যালেঞ্জ মেট্রো রেলের কাছে। আর তা নিয়েই এদিন বৈঠক হয়। সেখানে সংশ্লিষ্ট দফতরগুলিকে বলা হয়েছে, সবচেয়ে বেশি জোর দিতে হবে স্টেশন ও ট্রেনের স্যানিটাইজেশনের উপরে।

উল্লেখ্য, ইতিমধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা চালু হলেও এখনই সবাই মেট্রোর সুবিধা নিতে পারবেন না। কারণ, টিকিট বা টোকেন সিস্টেম আপাতত থাকছে না মেট্রোতে। শুধুমাত্র স্মার্ট কার্ড যাঁদের রয়েছে তাঁরাই যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে।

মেট্রো রেল এখন কলকাতা তথা শহরতলির মানুষের কাছে লাইফলাইনের সমান। সেই পরিষেবার অপেক্ষায় যাত্রীরা। লকডাউন চারের গাইডলাইন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করার পরেই রবিবার কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, “এই মুহূর্তে আমরা টোকেন সিস্টেম রাখছি না। কারণ, টোকেন সিস্টেম থাকলেই লাইন দিয়ে টিকিট কাটতে হবে। ফলে ভিড় বাড়বে। এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহারকারীরাই যাতায়াত করতে পারবেন।”

কিছুদিনের মধ্যেই একটা নতুন অ্যাপ মেট্রো রেল আনতে চলেছে বলেও জানিয়েছেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা শিগগির একটা অ্যাপ নিয়ে আসছি। গুগলের প্লে স্টোর থেকে এই অ্যাপ ইনস্টল করা যাবে। এই অ্যাপ ব্যবহার করেই স্মার্ট কার্ডে টাকা ভরা কিংবা নতুন স্মার্ট কার্ড কেনা যাবে। বাকি কেন্দ্রের স্বাস্থ্যবিধি অনুযায়ী অন্যান্য নির্দেশিকা জারি হবে।”

You might also like